নিউ ক্যালিডোনিয়ায় ৭.১ মাত্রার ভূমিকম্প

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২০ মে ২০২৩ | ০৫:০১ | আপডেট: ২০ মে ২০২৩ | ০৫:১৬
নিউ ক্যালিডোনিয়ার পূর্বে প্রশান্ত মহাসাগরে শনিবার ৭ দশমিক ১ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে।
মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) বরাত দিয়ে শনিবার বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নিউ ক্যালিডোনিয়ান দ্বীপপুঞ্জের ৩০০ কিলোমিটার (১৯০ মাইল) পূর্বে ভূপৃষ্ঠের ৩৫ কিলোমিটার (২২ মাইল) গভীরে। তবে ভূমিকম্পটির স্থায়িত্ব ছিল মাত্র দুই সেকেন্ড।
মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা আরও জানিয়েছে, স্থানীয় সময় দুপুর ১২টা ৫১ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়। এর কয়েক মিনিট পর ৬ দশমিক ৫ মাত্রার একটি পরকম্প অনুভূত হয়।
ভূমিকম্পের পর প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র জানিয়েছে, ভূমিকম্পের কারণে সুনামির ঢেউ আছড়ে পড়তে পারে, তবে তার উচ্চতা দশমিক ৩ মিটারের (এক ফুট) বেশি হবে না।
এর আগে শুক্রবার একই এলাকায় ৭ দশমিক ৭ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছিল। ওই ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি করা হলেও কয়েক ঘণ্টা পর তা তুলে নেওয়া হয়।