ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

টানা ২৮৮ দিন অনশন করে প্রতিবাদী শিল্পীর মৃত্যু

টানা ২৮৮ দিন অনশন করে প্রতিবাদী শিল্পীর মৃত্যু

লোকসঙ্গীত শিল্পী হেলেন পোলিক। ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ এপ্রিল ২০২০ | ০৪:৪২ | আপডেট: ০৪ এপ্রিল ২০২০ | ০৪:৫২

প্রতিবাদী গান গাওয়ার কারণে ব্যান্ড দলটি হয়েছিল নিষিদ্ধ। সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবিতে অনশন করছিলেন এক নারী লোকসঙ্গীত শিল্পী। অবশেষে প্রতিবাদের অনশনেই প্রাণ বিসর্জন দিলেন তিনি। টানা ২৮৮ দিন অনশনের পর শুক্রবার ইস্তাম্বুলে মৃত্যুর কোলে ঢলে পড়েন তুরস্কের ওই শিল্পী হেলেন পোলিক। নিষিদ্ধ ঘোষিত ‘গ্রুপ য়ুরাম’ নামের ব্যান্ডদলটির সদস্য ছিলেন তিনি। শুক্রবার গ্রুপটির টুইটারে হেলেনের মৃত্যুর খবর দেওয়া হয়।

তুরস্কের সরকারবিরোধী একটি বিপ্লবী সংগঠনের সঙ্গে যোগসাজশের অভিযোগে ২০০৬ সালে লোকসঙ্গীতের ব্যান্ডটিকে নিষিদ্ধ করা হয়েছিল। তুরস্কের রেভ্যুলেশনারি পিপলস লিবারেশন পার্টি-ফ্রন্ট (ডিএইচকেপি/সি) নামের ওই মার্ক্সিস্ট সংগঠনটিকে  ন্ত্রাসবাদী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে তুরস্ক, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন। খবর দ্য গার্ডিয়ান

তুরস্ক সরকারের দাবি, ব্যান্ড দল ‘গ্রুপ য়ুরামে’র ওই জঙ্গি গোষ্ঠীর সঙ্গে সংশ্লিষ্্টতা রয়েছে। এরপরই তুরস্ক সরকার লোকসঙ্গীতের ওই দলটির ওপর নিষেধাজ্ঞা জারি করে। এ নিষেধাজ্ঞার বিরুদ্ধে অনশন শুরু করেছিলেন হেলেন পোলিক এবং ইব্রাহিম গোকসেক নামের আরেক সহশিল্পী। তারা দাবি জানিয়েছিলেন অবিলম্বে ব্যান্ডের উপর  থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার এবং গ্রেফতার হওয়া সদস্যদের মুক্তির। তাতে কান দেয়নি তুরস্ক।

স্থানীয় একটি সংবাদপত্রে প্রকাশিত খবর অনুযায়ী, হেলেন ও ইব্রাহিমকে মারাত্মক অসুস্থ অবস্থায় গত ১১ মার্চ জোর করে হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু চিকিৎসা নিতে অস্বীকার করায় এক সপ্তাহ পর তাদের ছেড়ে দেওয়া হয়। অবশেষে শুক্রবার মারা যান হেলেন।

আরও পড়ুন

×