কারাগার থেকে লাইভে বন্ধুকে জন্মদিনের শুভেচ্ছা কয়েদির

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৭ জুন ২০২৩ | ১৫:০৮ | আপডেট: ২৭ জুন ২০২৩ | ১৫:০৯
ভারতের পাঞ্জাবের ফিরোজপুর কারাগারের এক কয়েদি ইনস্টাগ্রাম লাইভে তার বন্ধুকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ওই ভিডিও ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় কারাগারের নিরাপত্তা ব্যবস্থার ত্রুটি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।
ওই ভিডিওতে দেখা যায়, বন্দি আমান কুমার কারাগারের ভেতরে স্মার্টফোন ব্যবহার করছেন। আমান ভিডিও কলে তার বন্ধুকে জন্মদিনের শুভেচ্ছা জানান। এক পর্যায় নাচ ও গান গাইতে থাকেন আমান।
হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, জেল সুপারের অভিযোগের ভিত্তিতে স্থানীয় পুলিশ বিশেষ সরঞ্জাম ব্যবহার করে আমানের কাছে থাকা মোবাইল ফোনটি ট্র্যাক করে। আমান একটি খুনের মামলায় বন্দি রয়েছেন।
ফিরোজপুরের পুলিশ সুপার (তদন্ত) রণধীর কুমার বলেন, আসামি আমানকে জেল থেকে লাইভে যাওয়ার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। অভিযোগের ভিত্তিতে আমান ও অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির বিরুদ্ধে কারা আইনের ৪২ ধারায় মামলা হয়েছে ও তদন্ত চলছে।
প্রসঙ্গত, ২০২২ সালে কয়েদির কাছ থেকে টাকা নিয়ে মোবাইল ফোন ও মাদক সরবরাহের অভিযোগে ফিরোজপুর কেন্দ্রীয় কারাগারের ডেপুটি সুপারিন্টেন্ডেন্ট গুরচরণ সিং ধারিওয়ালকে গ্রেপ্তার করা হয়। ওই সময় তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি (আইপিসি), কারা আইন ও নারকোটিক ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবস্ট্যান্স অ্যাক্ট (এনডিপিএস) আইনে মামলা করা হয়।
/আরএডি/