ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

মলদোভায় বিমানবন্দরে বন্দুকধারীর গুলিতে নিহত ২

মলদোভায় বিমানবন্দরে বন্দুকধারীর গুলিতে নিহত ২

মলদোভার সবচেয়ে বড় ও গুরুত্বপূর্ণ বিমানবন্দর চিসিনাউ। ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ জুন ২০২৩ | ১৭:১৩ | আপডেট: ৩০ জুন ২০২৩ | ১৭:১৩

পূর্ব ইউরোপীয় অঞ্চলের দেশ মলদোভার রাজধানীতে চিসিনাউ আন্তর্জাতিক বিমানবন্দরে এলোপাতাড়ি গুলিবর্ষণে দুজন নিহত হয়েছেন। পুলিশ বন্দুকধারীকে আহত অবস্থায় আটক করেছে।

একজন বিদেশি নাগরিককে মলদোভায় প্রবেশে বাধা দেওয়া হলে বিমানবন্দরে গুলিবর্ষণের ঘটনা ঘটে। নিহতদের একজন সীমান্তরক্ষী বাহিনীর সদস্য আরেকজন বিমানবন্দরের নিরাপত্তাকর্মী।

এ ঘটনার পর ২৬ লাখ মানুষের দেশটির বিভিন্ন জায়গায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। প্রেসিডেন্ট মাইয়া সান্ডু নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন।

গত বছর ইউরোপীয় ইউনিয়নের সদস্য হওয়ার জন্য আবেদন করা দেশটির প্রেসিডেন্ট কয়েক মাস ধরে বলে আসছিলেন অন্তর্ঘাতমূলক কোনো ষড়যন্ত্র হতে পারে।

আরও পড়ুন

×