বানর হত্যার ভিডিও বিক্রি করে চক্রটি

বানর নির্যাতনের ভিডিও দেখে ‘বিনোদন’ নিয়ে থাকে কিছু লোক। বিবিসি থেকে নেওয়া ছবি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৩ জুলাই ২০২৩ | ১৩:৫৪ | আপডেট: ০৩ জুলাই ২০২৩ | ১৩:৫৪
বানর নির্যাতন করে আনন্দ উপভোগ করে এমন একটি আন্তর্জাতিক চক্রের খোঁজ পাওয়া গেছে। এই চক্রের তৎপরতা ইন্দোনেশিয়া থেকে আমেরিকা পর্যন্ত বিস্তৃত। বানর নির্যাতন ও বানরের বাচ্চা হত্যা করার ভিডিও দেখে রীতিমতো ‘বিনোদন’ নিয়ে থাকে কিছু লোক। তারা অর্থের বিনিময়ে এই ভিডিও চক্রের কাছ থেকে কিনে থাকে।
বিবিসি বলছে, এই নির্যাতন চক্রের জন্ম ইউটিউব প্ল্যাটফর্মকে কেন্দ্র করে। সেখান থেকে তাদের কার্যকলাপ তারা নিয়ে যায় এনক্রিপ্ট করা যোগাযোগ অ্যাপ টেলিগ্রামে। সেখানে কিছু প্রাইভেট গ্রুপে যোগাযোগ রাখে তারা।
ইন্দোনেশিয়ায় লম্বা লেজের ম্যাকাও প্রজাতির বানরকে নির্যাতন এবং বানরের বাচ্চা হত্যা করার ভিডিও দেখার জন্য আমেরিকা, ব্রিটেন ও পৃথিবীর বিভিন্ন দেশের কিছু মানুষ কিনে থাকে বলে ভয়াবহ এই তথ্য উঠে এসেছে বিবিসির অনুসন্ধানে।
প্রতিবেদনে বলা হয়, যারা বানর নির্যাতনের ভিডিও কেনেন তাদেরকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। বেশ কয়েকজনকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশে এখন অন্তত ২০ জনের বিরুদ্ধে তদন্ত চালানো হচ্ছে। এদের মধ্যে রয়েছে যুক্তরাজ্যে বসবাসরত তিনজন নারী, যাদের পুলিশ গত বছর গ্রেপ্তার করেছে কিন্তু তদন্তসাপেক্ষে মুক্তি দিয়েছে। আর আমেরিকার অরিগন অঙ্গরাজ্যের এক ব্যক্তিকে গত সপ্তাহে আনুষ্ঠানিকভাবে অভিযুক্ত করা হয়েছে।
ইন্দোনেশিয়ার পুলিশ দুজন সন্দেহভাজন বানর-নির্যাতনকারীকে গ্রেপ্তার করেছে। আসেপ ইয়াদি নুরুল হিকমা নামে এক ব্যক্তির বিরুদ্ধে বিরুদ্ধে পশু নির্যাতন ও সংরক্ষিত প্রজাতির প্রাণী বিক্রির অভিযোগ আনা হয়েছে। তাকে তিন বছরের কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে। এম আজিস রাসজানা নামে আরেক ব্যক্তিকে আট মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
/এইচকে/
- বিষয় :
- বানর নির্যাতন
- বন্যা প্রাণী
- বানর