আন্দোলন করায় ১৭ হাজার শিক্ষকের বেতন স্থগিত, ৩৫০ প্রিন্সিপাল বরখাস্ত

প্রতীকী ছবি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১১ জুলাই ২০২৩ | ০৪:১৫ | আপডেট: ১১ জুলাই ২০২৩ | ০৪:১৫
বেতন বাড়ানোর দাবিতে আন্দোলন করায় ১৭ হাজার শিক্ষকের বেতন পরিশোধ স্থগিত রেখেছে তিউনিসিয়া। সেইসঙ্গে ৩৫০টি স্কুলের প্রিন্সিপালকে বরখাস্ত করা হয়েছে। খবর- বিবিসি
দেশটির প্রাথমিক বিদ্যালয়ের প্রায় এক তৃতীয়াংশ শিক্ষক এখন বেতন পাচ্ছেন না।
তিউনিসিয়ার সরকার বলছে, দেশের ভয়াবহ অর্থনৈতিক সমস্যার মধ্যে শিক্ষকদের বেতন বাড়ানোর দাবি মেনে নেওয়া যায় না।
উত্তর আফ্রিকার দেশ তিউনিসিয়া উচ্চ মুদ্রাস্ফীতি, ক্রমবর্ধমান বেকারত্ব ও খাদ্য ঘাটতিতে ভুগছে।
/এইচকে/