যুক্তরাষ্ট্রের হুমকির জবাবে মিসাইল ছুড়ল উত্তর কোরিয়া

টিভিতে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ছোড়ার খবর দেখছেন সিউলের লোকজন (ছবি-বিবিসি)
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১২ জুলাই ২০২৩ | ০৪:৩৫ | আপডেট: ১২ জুলাই ২০২৩ | ০৪:৩৫
উত্তর কোরিয়া একটি সন্দেহজনক আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিশাইল নিক্ষেপ করেছে। বুধবার সকালে জাপানের সমুদ্রসীমায় পড়ার আগে দূরপাল্লার ক্ষেপণাস্ত্রটি এক ঘণ্টারও বেশি সময় ধরে উড়ছিল। জাপান ও দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা এ তথ্য জানিয়েছে। খবর-বিবিসি
উত্তর কোরিয়া বলছে, সম্প্রতি যুক্তরাষ্ট্রের গুপ্তচর বিমান তাদের ভূখণ্ডে অনুপ্রবেশ ও প্রতিশোধ নেওয়ার হুমকির জবাবে তারা এ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এই সপ্তাহের শুরুর দিকে এই ধরনের বিমানগুলোকে গুলি করার হুমকি দেয় পিয়ংইয়ং।
তবে যুক্তরাষ্ট্র এ অভিযোগ প্রত্যাখ্যান করেছে। তারা বলছে, তাদের সামরিক টহল আন্তর্জাতিক আইনের সঙ্গে সঙ্গতিপূর্ণ।
চলতি বছর উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র তৎপরতার ঘটনায় এই উপদ্বীপে নিরাপত্তা উত্তেজনা বেড়ে গেছে।
উত্তর কোরিয়ার একাধিক সামরিক তৎপরতা ও অস্ত্র মোতায়েন বাড়ানোর ঘোষণার প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া এই অঞ্চলে যৌথ সামরিক মহড়া বাড়িয়েছে।
এই বছর কয়েক ডজন ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে উত্তর কোরিয়া যার মধ্যে একটি গুপ্তচর উপগ্রহ ছিল। তবে এটি ব্যর্থ হয়েছে বলে জানা গেছে।
বুধবার সকালে জাপান ও দক্ষিণ কোরিয়ার সামরিক কর্মকর্তারা পিয়ংইয়ংয়ের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের কথা জানিয়েছেন। যখন এটি উড়ছিল তখন উভয় দেশ এটিকে একটি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হিসেবে চিহিৃত করে।
জাপানি কোস্ট গার্ড জানিয়েছে, মিশাইলটি স্থানীয় সময় ১১টা ১৫ মিনিটে সমুদ্রে পড়ার এক ঘন্টারও বেশি সময় আগে পিয়ংইয়ং থেকে পূর্ব দিকে উড়ছিল।
যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ মহড়ার জবাবে সর্বশেষ জুনে মাঝারি ধরনের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষামূলক নিক্ষেপ করেছিল উত্তর কোরিয়া।