অস্ত্রোপচারের পর নেতানিয়াহুর শারীরিক অবস্থার উন্নতি

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ছবি-সংগৃহীত
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৩ জুলাই ২০২৩ | ০৬:৪২ | আপডেট: ২৩ জুলাই ২০২৩ | ০৬:৪২
জরুরি সার্জারির মাধ্যমে পেসমেকার সংযোজন এখন সুস্থ আছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ইসরায়েলের শেবা মেডিকেল সেন্টার হাসপাতালের বরাতে রোববার এ তথ্য জানায় এএফপি।
হাসপাতাল এক বিবৃতিতে জানানো হয়, আপাতত তিনি হৃদরোগ বিভাগে চিকিৎসকদের নজরদারিতে থাকবেন।
এর আগে শনিবার নেতানিয়াহুকে জরুরি ভিত্তিতে এই সার্জারির জন্য তেল হাশোমিরে অবস্থিত শেবা হাসপাতালে ভর্তি করা হয়।
এক বার্তায় নেতানিয়াহু জানান, তিনি ভালো বোধ করছেন এবং হাসপাতাল থেকে ছাড়া পেলে নিয়মিত কাজে ফিরবেন।