ভাগনারের সহযোগিতা চায় নাইজারের সামরিক শাসক

ভাগনারপ্রধান ইয়েভগেনি প্রিগোশিন। ফাইল ছবি: এএফপি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৬ আগস্ট ২০২৩ | ০৩:২৬ | আপডেট: ০৬ আগস্ট ২০২৩ | ০৩:২৯
পশ্চিম আফ্রিকার দেশ নাইজারের সামরিক শাসকরা রাশিয়ার ভাড়াটে যোদ্ধা সরবরাহকারী প্রতিষ্ঠান ভাগনারের সহযোগিতা চেয়েছে। খবর আল-জাজিরা
সলিফু মোদি নামে অভ্যুত্থানের একজন জেনারেল প্রতিবেশী দেশ মালি সফরে গিয়ে ভাগনারের সঙ্গে যোগাযোগ করে এই সহযোগিতা চান। ওয়াসিম নাসর নামের একজন সাংবাদিক ও সোফান সেন্টারের সিনিয়র রিসার্চ ফেলো বার্তা সংস্থা এপিকে এ কথা বলেছেন।
সেনা অভ্যুত্থান ঘটিয়ে নাইজারের নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ বাজেমকে গত ২৬ জুলাই পদচ্যুত করে ক্ষমতা গ্রহণ করেন অভ্যুত্থানে নেতৃত্বদানকারী প্রেসিডেনশিয়াল গার্ডের প্রধান আবদোরাহমানে চিয়ানি।
বাজেমকে পুনর্বহালের আলটিমেটাম দিয়ে পশ্চিম আফ্রিকান নেতারা প্রয়োজনে নাইজারে সামরিক হস্তক্ষেপের হুমকি দিয়েছেন। এরপরই সামরিক শাসকদের পক্ষ থেকে ভাগনারের সহযোগিতা চাওয়ার খবর পাওয়া গেল।
মালিসহ বেশ কিছু আফ্রিকান দেশে ভাগনার বাহিনী কাজ করে। সেসব দেশে এই বাহিনীকে মারাত্মক অপব্যবহারের অভিযোগ রয়েছে মানবাধিকার গোষ্ঠীগুলোর পক্ষ থেকে।
/এইচকে/