ইউক্রেন যুদ্ধ বন্ধে আরও আলোচনা চায় চীন

ইউক্রেন যুদ্ধ বন্ধে সৌদি আরবে আলোচনায় ৪০ দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও সিনিয়র কর্মকর্তারা অংশ নেন
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৭ আগস্ট ২০২৩ | ১৬:৫৪ | আপডেট: ০৭ আগস্ট ২০২৩ | ১৬:৫৪
ইউক্রেন যুদ্ধের অবসান ঘটিয়ে শান্তি ফিরিয়ে আনার কাঠামোর খোঁজে সৌদি আরবে চলমান আলোচনার পরও আরেক দফা এমন উদ্যোগের প্রতি সমর্থন জানিয়েছে চীন। শনিবার শুরু হওয়া দুই দিনব্যাপী আলোচনায় ৪০টি দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও সিনিয়র কর্মকর্তারা অংশ নিয়েছেন।
ইউক্রেন নিয়ে সৌদি আরবে এমন আলোচনা দ্বিতীয় দফায় অনুষ্ঠিত হচ্ছে। এর আগে ডেনমার্কের কোপেনেহগেনে প্রথম দফা আলোচনা অনুষ্ঠিত হয়। এই আলোচনার লক্ষ্য হলো- ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কীভাবে অবসান হতে পারে, সেটির নীতির খসড়া তৈরি করা।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, তিনি আশা করেন এই বৈঠকের ফলে যুদ্ধ অবসানের জন্য তার প্রস্তাবিত ১০ দফার নীতিগুলোকে সমর্থনে বছরের শেষ দিকে বিশ্বনেতাদের একটি শীর্ষ শান্তি সম্মেলন আয়োজন সম্ভব হবে।
একটি ইইউ সূত্র জানিয়েছে, চীন সক্রিয়ভাবে আলোচনায় অংশ নিয়েছে এবং তৃতীয় পর্যায়ের বৈঠকের বিষয়ে ইতিবাচক। এবারের বৈঠকে চীনের অংশগ্রহণকে বড় কূটনৈতিক অগ্রগতি হিসেবে বিবেচনা করছে ইউক্রেন ও দেশটির মিত্ররা।
এদিকে ইউক্রেনের দক্ষিণাঞ্চল ও রাশিয়ার দখলকৃত ক্রিমিয়ার গুরুত্বপূর্ণ সংযোগ সেতুতে সফল হামলা চালিয়েছে জেলেনস্কির বাহিনী। এমন দাবি করে রোববার সশস্ত্র বাহিনী টেলিগ্রামে জানিয়েছে, রাশিয়ার দুটি প্রধান সড়ক হামলার শিকার হয়েছে।
অন্যদিকে রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ চলছে ৫০০ দিনেরও বেশি সময় ধরে। এ সময়ে মস্কোসহ রাশিয়ার অভ্যন্তরে হামলার ঘটনা বেড়েছে। অন্যদিকে আকাশপথে রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলাও ব্যর্থ করার দাবি করছে কিয়েভ। ইউক্রেনের সেই সাফল্যের জন্য মার্কিন ও জার্মান আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ‘অত্যন্ত কার্যকর’ বলে প্রশংসা করেছেন জেলেনস্কি। এ ছাড়া হামলা চালানোর জন্য রাজধানী মস্কোর দিকে যাওয়া একটি ড্রোনকে গুলি করে নামানোর কথা জানিয়েছে রাশিয়া। খবর- রয়টার্স, সিএনএন ও আলজাজিরা।