ব্রিটেনের নির্বাচনী সংস্থা হ্যাকিংয়ের শিকার

২০২১ সালে সাইবার হামলার ঘটনাটি ঘটে (ডয়চে ভেলের ফাইল ছবি)
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১০ আগস্ট ২০২৩ | ০৪:০৬ | আপডেট: ১০ আগস্ট ২০২৩ | ০৪:০৬
ব্রিটেনে নির্বাচনী সংস্থা ইলেক্টোরাল কমপ্লেক্স দুই বছর আগে হ্যাকিংয়ের শিকার হয়েছিল। এতে প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ ই-মেইল ও ভোটার তথ্য পেয়েছিল হ্যাকাররা। খবর- ডয়চে ভেলে
সংস্থাটির পক্ষ থেকে মঙ্গলবার জানানো হয়েছে, ২০২১ সালের এই ঘটনা তারা গত বছর উদঘাটন করতে পেরেছে। এই বিষয়ে বিস্তারিত তথ্য জানায়নি সংস্থাটি।
ব্রিটিশ গণমাধ্যম গার্ডিয়ান জানায়, দেশটির চার কোটি ভোটারের তথ্য ভাণ্ডারে চালানো হয়েছিল এই সাইবার হামলা। এ ঘটনায় জনগণের কাছে ক্ষমা চেয়েছে ইলেক্টোরাল কমিশন।
ইলেক্টোরাল কমিশনের প্রধান নির্বাহী শন ম্যাকনেলি এক বিবৃতিতে বলেছেন, হ্যাকাররা ঠিক কোন ধরনের ফাইলে ঢুকতে পেরেছিল বা আদৌ পেরেছিল কি না, সে ব্যাপারে আমরা নিশ্চিত হতে পারিনি।
- বিষয় :
- সাইবার হামলা
- হ্যাকিং
- ব্রিটেন