যুক্তরাষ্ট্রে উইলিয়াম লাই
তাইওয়ানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুমকি চীনের

তাইওয়ানের ভাইস প্রেসিডেন্ট উইলিয়াম লাই
সমকাল ডেস্ক
প্রকাশ: ১৩ আগস্ট ২০২৩ | ১৮:০০
যুক্তরাষ্ট্র সফরে গেছেন তাইওয়ানের ভাইস প্রেসিডেন্ট উইলিয়াম লাই। এ নিয়ে বেজায় ক্ষিপ্ত হয়েছে চীন। ফলে ক্রমেই জটিল হয়ে উঠছে চীন-তাইওয়ান সম্পর্ক। দেশটি হুমকি দিয়েছে, তাদের ‘সার্বভৌমত্ব’ রক্ষায় তাইওয়ানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
তাইওয়ানের ভাইস প্রেসিডেন্ট লাই প্যারাগুয়েতে একটি রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে যুক্তরাষ্ট্রে ‘সংক্ষিপ্ত সফর’ করেন। তিনি রোববার নিউইয়র্কের ম্যানহাটনের লোটে হোটেলে ওঠেন।
আগামী বছরের জানুয়ারিতে তাইওয়ানে প্রেসিডেন্ট নির্বাচন হবে। এই নির্বাচনে লড়তে যাচ্ছেন লাই। তাইপে ও ওয়াশিংটন বলছে, এই ধরনের যাত্রাবিরতি একটি স্বাভাবিক বিষয়। এর জেরে চীনের ‘উস্কানিমূলক’ কোনো পদক্ষেপ নেওয়ার যুক্তি নেই। তবে বেইজিং এরই মধ্যে লাইয়ের যুক্তরাষ্ট্র সফরের বিষয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছে। তারা এই সফরকে তাইওয়ানের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থনের আরও একটি প্রতীক হিসেবে দেখছে।
লাই নিউইয়র্কে নামার কয়েক ঘণ্টা পরই এ নিয়ে বিবৃতি দেয় চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। এতে তারা কঠোর পদক্ষেপ নেওয়ার হুমকি দিয়ে বলেছে, তাইওয়ানের বিচ্ছিন্নতাবাদীদের যুক্তরাষ্ট্রে যে কোনো ধরনের সফরের বিরোধিতা করে চীন। খবর বিবিসির।
- বিষয় :
- যুক্তরাষ্ট্র
- চীন
- তাইওয়ান