ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দিলেন ফিরহাদ হাকিমের জামাতা

তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দিলেন ফিরহাদ হাকিমের জামাতা

কলকাতা প্রতিনিধি

প্রকাশ: ১৯ আগস্ট ২০২৩ | ১৫:৪০ | আপডেট: ১৯ আগস্ট ২০২৩ | ১৫:৪০

কলকাতার মেয়র ও তৃণমূল নেতা ফিরহাদ হাকিমের জামাতা ইয়াসির হায়দার তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দিয়েছেন। শনিবার কংগ্রেসের রাজ্য দপ্তর বিধান ভবনে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর হাত থেকে পতাকা নিয়ে হাত শিবিরে নাম লেখালেন ইয়াসির। কোনো শীর্ষ তৃণমূল নেতার আত্মীয়ের এই দলবদল পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতিতে তুমুল আলোচনার সৃষ্টি করেছে।

তবে জামাতার দলবদলকে গুরুত্ব না দিয়ে ফিরহাদ হাকিম বলেন, এরা আগাছা, পরজীবী। 

এদিন দল ছেড়েই প্রাক্তন দল তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ দেখান ইয়াসির। তিনি বলেন, ‘আমি যে দলে আগে ছিলাম সেখানে কাজ করার সুযোগ পাচ্ছিলাম না। কংগ্রেস ভেঙেই তো তৃণমূল হয়েছিল। তাই আবার কংগ্রেসে যোগ দিলাম। তৃণমূলের বিরুদ্ধে তোলাবাজি, দুর্নীতির অভিযোগ রয়েছে। আমি এ সবে সঙ্গে যুক্ত ছিলাম না। আমি আমার সবটুকু দিয়ে কাজ করছিলাম। কিন্তু ২০২১ কেন আমায় প্রার্থী করা হল না বুঝতে পারলাম না। উচ্চ-নেতৃত্বকে জানিয়েও কোনও লাভ হয়নি।’

ইয়াসিরের দাবি করেন, ‘২০২১ সালে আমাকে টিকিট দেয়নি তৃণমূল। সে বছর মার্চ মাসে তৃণমূল ছেড়ে দিয়েছিলাম। তারপর থেকে সক্রিয় রাজনীতিতে ছিলাম না। কিন্তু এখন ফের জাতীয় কংগ্রেসের সঙ্গে যুক্ত হয়ে কাজ করতে চাই। আমি কৃতজ্ঞ যে কংগ্রেস আমাকে সেই সুযোগটা দিচ্ছে। আমি অধীর চৌধুরীকে দেখে অনুপ্রাণিত হই। জাতীয় কংগ্রেসের কর্মী হিসাবে কাজ করতে চাই।’

আরও পড়ুন

×