ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

কারাগার থেকে ট্রাম্পের মুখমণ্ডলের ছবি প্রকাশ

কারাগার থেকে ট্রাম্পের মুখমণ্ডলের ছবি প্রকাশ

ডোনাল্ড ট্রাম্পের অফিসিয়াল মাগশট (ছবি-বিবিসি)

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ আগস্ট ২০২৩ | ০১:২৯ | আপডেট: ২৫ আগস্ট ২০২৩ | ০৫:৩১

ছবিটি যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অফিসিয়াল মাগশট (মুখমণ্ডলের ছবি)। যুক্তরাষ্ট্রের ইতিহাসে এই প্রথম কোনো সাবেক প্রেসিডেন্টের মাগশট জনসমক্ষে প্রকাশের ঘটনা ঘটল।

 বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যায় এটি প্রকাশ করেছে জর্জিয়ার ফুলটন কারাগার কর্তৃপক্ষ। খবর-বিবিসি 

বিকেলে কারাগারে আত্মসমর্পণের সময় ছবিটি তোলা হয়েছিল। এরপর ফুলটন কাউন্টি শেরিফের অফিস থেকে এটি জনসমক্ষে প্রকাশ করা হয়। 

ট্রাম্পকে গ্রেপ্তারের পর দেশটির নিয়ম অনুযায়ী, কারাগারে তার আঙুলের ছাপ কয়েদি হিসেবে মুখমণ্ডলের ছবি নেওয়া হয়। এই ছবিকেই বলা হয় মাগ শট।

ফুলটন কাউন্টি জেল কর্তৃপক্ষের রেকর্ডে অনুযায়ী ট্রাম্পের কয়েদি নম্বর পি০১১৩৫৮০৯।

বিবিসির প্রতিবেদনে একটি বুক শিটের ছবি প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়, এই বুক শিট সাবেক রাষ্ট্রপতির গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে। 

বুক শিটে ট্রাম্পের ঠিকানা দেওয়া হয়েছে পাম বিচ, ফ্লোরিডা। তার উচ্চতা ৬ ফিট ৩ ইঞ্চি এবং ওজন সাড়ে ৯৭ কেজি উল্লেখ করা হয়েছে।  

এর আগে ট্রাম্পের আরেকটি মাগশট নিয়ে বিভ্রান্তি তৈরি হয়। মাগশটটি দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। 

তবে সাংবাদিক ও পর্যবেক্ষকরা ছবিটিকে ভুয়া বলে চিহিৃত করে। 

আরও পড়ুন

×