ফরাসি রাষ্ট্রদূতকে ৪৮ ঘণ্টার মধ্যে দেশ ছাড়তে বলল নাইজার

ছবি: ডয়েচে ভেলে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৬ আগস্ট ২০২৩ | ১৩:৫৭ | আপডেট: ২৬ আগস্ট ২০২৩ | ১৩:৫৭
ফরাসি রাষ্ট্রদূতকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দেশ ছেড়ে যাওয়ার নির্দেশ দিয়েছে নাইজারের সামরিক জান্তা সরকার। শুক্রবার মার্কিন রাষ্ট্রদূতকেও একই নির্দেশ দিয়ে জারি করা একটি চিঠির তথ্য ও ছবি বিভিন্ন জায়গায় ছড়িয়েছে, তবে পরবর্তীতে জানা গেছে সেটি ভুয়া। খবর ডয়েচে ভেলের
বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, মার্কিন পররাষ্ট্র দপ্তরের একজন মুখপাত্র বলেছেন, ‘মার্কিন সরকারের কাছে এমন কোনো অনুরোধ জানানো হয়নি।’
তিনি আরও বলেন, নাইজারের পররাষ্ট্র মন্ত্রণালয় মার্কিন সরকারকে বলেছে, মার্কিন রাষ্ট্রদূতকে বহিষ্কারের আহ্বান জানিয়ে অনলাইনে ব্যাপকভাবে প্রচারিত চিঠিটি তাদের তরফে পাঠানো হয়নি। সেটি ভুয়া।
প্রতিবেদনে এর আগে বলা হয়েছিলো, নাইজারের অভ্যুত্থানের পর নেতারা জার্মানি এবং নাইজেরিয়ার রাষ্ট্রদূতদের আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দেশ ছেড়ে চলে যেতে বলা হয়েছে।
ফ্রান্স নিয়ে সামরিক জান্তা সরকার যা বলেছে
জান্তা সরকার বলেছে, ফরাসি রাষ্ট্রদূত শুক্রবার নাইজারের জান্তা-নিযুক্ত পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করার আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছেন।
ফরাসি সরকারের এই ধরনের পদক্ষেপ ’নাইজারের স্বার্থের পরিপন্থি’ বলে মন্তব্য করেছে জান্তা সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়।
এমন সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় ফ্রান্স বলেছে, নাইজারে তাদের রাষ্ট্রদূতকে বহিষ্কার করার কোনো অধিকার নেই সামরিক অভ্যুত্থানকারীদের।
প্যারিস জানিয়েছে, ’দূতাবাসের নিরাপত্তার দিকটি আমরা মূল্যায়ন করছি। আমরা পরিস্থিতির দিকে নজর রাখছি। অভ্যুত্থানকারীদের এমন অনুরোধ করার অধিকার নেই। রাষ্ট্রদূতের অনুমোদন শুধুমাত্র বৈধ পদ্ধতিতে নির্বাচিত নাইজার কর্তৃপক্ষের মাধ্যমে আসা উচিত।’