ট্রাফিক আইন মেনে স্কুটারে কুকুর!

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২২ অক্টোবর ২০১৯ | ০২:৪১ | আপডেট: ২২ অক্টোবর ২০১৯ | ০৫:৩০
ভারতে সংশোধিত যানবাহন আইন নিয়ে অনেকেই অনেক কথা বলেছেন। এ আইনের কারণে জরিমানার অঙ্কও বেড়েছে। তারপর থেকেই এ নিয়ে নানা কৌতুক ও মিম ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। কিন্তু এ জরিমানা বৃদ্ধির ফলে আইনভঙ্গের ক্ষেত্রে সচেতনতা কতটা বেড়েছে তার প্রমাণ পাওয়া গেল সাম্প্রতিক এক ঘটনায়।
সামাজিক মাধ্যমে প্রকাশিত এক ছবিতে দিল্লির এক কুকুরকে হেলমেট চাপিয়ে মালিকের স্কুটারের পেছনে চড়তে দেখা গেছে। ট্রাফিক আইন মেনে মালিকের সঙ্গে স্কুটার সফরে বেরিয়ে পড়েছে এ পোষা প্রাণিটি। সেপ্টেম্বরে সংশোধিত আইন চালু হওয়ার পরও অবশ্য কুকুরটির ছবি দেখা গিয়েছিল। নতুন করে সেই ছবি আবারও ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে।
টুইটার ব্যবহারকারী প্রেরণা সিংহ বিন্দ্রা ছবিটি টুইটারে শেয়ার করেন দু'দিন আগে। ক্যাপশনে তিনি জানিয়ে দেন, তার অন্যতম প্রিয় কুকুরের ছবি এটাই। সেই সঙ্গে তিনি লেখেন, 'কুকুরটা এত ভালো। দিল্লি ট্রাফিক পুলিশের পক্ষে হেলমেট ব্যবহার নিয়ে প্রচারে এটা ব্যবহার করা উচিৎ।'
অনেকে টুইটার ব্যবহারকারীই তার সঙ্গে একমত প্রকাশ করেছেন। কেউ কেউ আবার ছবিটি নিয়ে কৌতুকও করেছেন। একজন ছবিটি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ‘দিল্লিতে ট্রাফিক পুলিশের আতঙ্ক।’
মালিকের সঙ্গে স্কুটারে কুকুরের ভ্রমণের ছবি এর আগেও ইন্টারনেটে দেখা গেছে। ২০১৭ সালে দিল্লি থেকে পোস্ট করা এক এক ভিডিওতে মালিকের সঙ্গে একটি স্কুটারে তিনটি কুকুরকে চড়তে দেখা গিয়েছিল।
উল্লেখ্য, সংশোধিত আইন চালু হওয়ার পরে দিল্লিতে গত বছরের সেপ্টেম্বরের তুলনায় এ বছর একই সময়ে ট্রাফিক আইন অমান্য করার পরিমাণ ৬৬ শতাংশ কমে গেছে। সূত্র : এনডিটিভি
- বিষয় :
- আন্তর্জাতিক
- এশিয়া