ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

অসুস্থ মাকে দেখতে পিকে হালদারের জামিন আবেদন

অসুস্থ মাকে দেখতে পিকে হালদারের জামিন আবেদন

পিকে হালদার। ফাইল ছবি

কলকাতা প্রতিনিধি

প্রকাশ: ২৮ আগস্ট ২০২৩ | ১৬:০৮ | আপডেট: ২৮ আগস্ট ২০২৩ | ১৬:০৮

অসুস্থ মাকে দেখতে কলকাতার নগর দায়রা আদালতে জামিনের আবেদন করেছেন পিকে হালদার ও তার ভাই প্রাণেশ হালদার। তবে আদালত জামিন আবেদন খারিজ করে দিয়েছেন। সোমবার এ আবেদন জানানো হয়।

শ্বাসকষ্টসহ বার্ধক্য জনিত কারণে পিকে হালদারের মা লীলাবতী হালদার (৭৯) বর্তমানে কলকাতার বাগুইহাটির ভিএআইপি অ্যাপেক্স মেডিকেল সেন্টারে ভর্তি।  

বাংলাদেশ থেকে কয়েক হাজার কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে অভিযুক্ত পিকে হালদার ওরফে প্রশান্ত কুমার হালদার, তার ভাই প্রাণেশ হালদার, স্বপন মিস্ত্রি ওরফে স্বপন মৈত্র, উত্তম মিস্ত্রি ওরফে উত্তম মৈত্র, ইমাম হোসেন ওরফে ইমন হালদার এবং আমানা সুলতানা ওরফে শর্মী হালদারকে নগর দায়রা আদালতে (ব্যাংকশাল) এর স্পেশাল সিবিআই কোর্ট-৩ এর বিচারক শুভেন্দু সাহার এজলাসে তোলা হয়। এসময় পিকে হালদার ও প্রাণেশ কুমার হালদারের জামিনের আবেদন জানানো হয়। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালতে শুনানি করেন আইনজীবী শ্যামল ঘোষ। এসময় আইনজীবী জানান, লীলা দেবী বর্তমানে হাসপাতালে ভর্তি, তিনি তার ছেলেদের দেখতে চেয়েছেন। 

জামিনের বিরোধিতা করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী অরিজিৎ চক্রবর্তী। তিনি বলেন, পিকে হালদার কয়েক হাজার কোটি টাকা তছরুপের দায়ে অভিযুক্ত, তিনি একজন প্রভাবশালী ব্যক্তি। বাইরে এলে তথ্য লোপাট হওয়ার সম্ভাবনা আছে। এমনকি বিদেশে পালিয়েও যেতে পারেন।

একই সঙ্গে এ মামলায় আরেক অভিযুক্ত আমানা সুলতানা ওরফে শর্মী হালদারের শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে তার জামিনের আবেদন করা হয়। তার জামিনেরও বিরোধিতা করেন অরিজিৎ চক্রবর্তী। 

উভয় পক্ষের বক্তব্য শুনে বিচারক জানান, ১৭ নভেম্বর পরবর্তী শুনানির দিন ধার্য করেন।

আরও পড়ুন

×