ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

আদানির বিরুদ্ধে জালিয়াতির আরও অভিযোগ

আদানির বিরুদ্ধে জালিয়াতির আরও অভিযোগ

ভারতের শিল্পপতি গৌতম আদানি।

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩১ আগস্ট ২০২৩ | ০৮:০২ | আপডেট: ৩১ আগস্ট ২০২৩ | ০৮:০২

ভারতের আলোচিত আদানি গোষ্ঠীর বিরুদ্ধে ‘অস্বচ্ছ লেনদেনের’ আরও অভিযোগ উঠেছে। সেই সঙ্গে পাওয়া গেছে ‘শেয়ার জালিয়াতির’ নতুন নথি। 

‘অর্গানাইজড ক্রাইম অ্যান্ড করাপশন রিপোর্টিং প্রজেক্ট (ওসিসিআরপি)’ আদানি গ্রুপের আর্থিক লেনদেন বিষয়ে নতুন একটি তদন্ত করেছে। তাতে এসব অভিযোগ উঠে এসেছে। খবর- দ্য গার্ডিয়ান ও সংস্থা রয়টার্সের।

অভিযোগ উঠেছে যে, আদানি গোষ্ঠীর শেয়ারে কয়েক কোটি ডলার বিনিয়োগ করা হয়েছিল মরিশাসের একটি তহবিল থেকে। সেই তহবিলের সঙ্গে যুক্ত ছিলেন আদানি পরিবারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ব্যবসায়ী অংশীদারেরাই। নথিতে দেখা গেছে, আদানি পরিবারের ঘনিষ্ঠ লোকজন বছরের পর বছর ধরে গোপনে আদানি গোষ্ঠীর শেয়ার কিনেছেন। ঠিক সেই সময় উল্কার গতিতে আদানির উত্থান হয়েছে। 

গত জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান হিনডেনবার্গ রিসার্চও একই অভিযোগ তুলেছিল। অভিযোগ অস্বীকার করলেও প্রতিবেদনের জেরে আদানি গ্রুপের বাজার মূলধন ১০ হাজার কোটি ডলারের বেশি কমে যায়। হিনডেনবার্গ রিসার্চের প্রতিবেদন প্রকাশের পর নানাভাবে আদানি গ্রুপ তাদের ভাবমূর্তি পুনরুদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে। 

আরও পড়ুন

×