ক্যাপিটল হিল দাঙ্গা: প্রাউড বয়েজের সাবেক নেতার ২২ বছরের জেল

দ্য প্রাউড বয়েজের সাবেক নেতা এনরিক তারিও। ছবি: বিবিসি থেকে নেওয়া
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৩ | ০৩:৪১ | আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০২৩ | ০৩:৪১
মার্কিন ক্যাপিটল হিল দাঙ্গার দায়ে দ্য প্রাউড বয়েজের সাবেক নেতা এনরিক তারিওকে ২২ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। মার্কিন গণতন্ত্রে আর কোনো নেতার এর আগে এত দীর্ঘ সময়ের কারাদণ্ডের নজির নেই।
তাকে রাষ্ট্রদ্রোহী ষড়যন্ত্র, গৃহযুদ্ধের উসকানির অভিযোগসহ বেশ কিছু অপরাধে দোষী সাব্যস্ত করা হয়েছে। খবর বিবিসির।
২০২১ সালের ৬ জানুয়ারির ওই দাঙ্গার সময় ৩৯ বছর বয়সী তারিও ওয়াশিংটনে ছিলেন না। তবে তিনি অতি-ডানপন্থীদের সংগঠিত করতে সাহায্য করেছিলেন।
মঙ্গলবার অভিযুক্ত এনরিক তারিওকে ওয়াশিংটন ফেডারেল কোর্টা হাউজে তোলা হয়। রায় ঘোষণার সময় তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন। দাঙ্গায় জড়িত থাকায় নিজের কৃতকর্মের জন্য অনুতপ্ত জানিয়ে ক্ষমা চান।
আদালতে দাঁড়িয়ে তিনি বলেন, ‘আমি খুবই লজ্জিত ও হতাশ। যারা আমার জন্য দুঃখ ও কষ্টের কারণ হয়েছেন। আমাকে সারা জীবন সেই লজ্জা বয়ে বেড়াতে হবে।’
২০২০ সালের নভেম্বরে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচনে হেরে গিয়েছিলেন স্বীকার করে প্রাউড বয়েজের সাবেক এই নেতা বলেন, ‘আমি রাজনৈতিকভাবে উৎসাহিত নই। কিছু ক্ষতি করা বা নির্বাচনের ফল পাল্টে দেওয়ার লক্ষ্য ছিল না আমার। এটা সম্ভবও ছিল না। আমাকে দয়া করুন প্লিজ। জীবন থেকে ৪০টি বছর কেড়ে নেবেন না।’
২০২০ সালের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। কিন্তু এ নির্বাচনে জালিয়াতির অভিযোগ তুলে পরাজয় মানতে অস্বীকৃতি জানান তৎকালীন প্রেসিডেন্ট ট্রাম্প। বাইডেনের জয়ের সত্যায়নে ২০২১ সালের ৬ জানুয়ারি কংগ্রেসের যৌথ অধিবেশন বসে। আইনপ্রণেতারা যখন জো বাইডেনের জয় আনুষ্ঠানিকভাবে অনুমোদন করার জন্য অধিবেশনে ছিলেন তখন ডোনাল্ড ট্রাম্পের শত শত সমর্থক এ প্রক্রিয়া ঠেকাতে কংগ্রেস ভবনে (ক্যাপিটল) তাণ্ডব চালায়।
পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষে সেদিনই অন্তত চারজন নিহত হয়। পরে নিহত হন এক পুলিশ কর্মকর্তা। মার্কিন বিচার বিভাগ বলছে, দাঙ্গায় জড়িত এক হাজারের বেশি মানুষকে গ্রেপ্তারর করা হয়েছে। তাদের মধ্যে ৫৭০ জনকে দোষী সাব্যস্ত হয়।
২০১৬ সালে নিউ ইয়র্কে প্রতিষ্ঠা হয় প্রাউড বয়েজ। সেই সময় এটির চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন এনরিক তারিও। দলটি ট্রাম্পের চরম অনুগত। ট্রাম্পের উসকানিতেই ক্যাপিটল হিলে দাঙ্গা বাধায় তারা।
এর আগে সহিংসতায় উসকানিদাতা হিসেবে দুইজনকে কারাদণ্ড দেওয়া হয়। দণ্ডপ্রাপ্তদের একজন ৩৮ বছর বয়সী সাবেক মার্কিন সেনা জো বিগস। তাকে রাষ্ট্রদ্রোহী ষড়যন্ত্র ও অন্যান্য অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়। অপরজন হলেন একই সংগঠনের জাচারি রেহল। রাষ্ট্রদ্রোহী ষড়যন্ত্রের অভিযোগে সাবেক এ নৌসেনাকে ১৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়।
- বিষয় :
- ক্যাপিটল হিল
- দাঙ্গা
- যুক্তরাষ্ট্র
- কারাদণ্ড