ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

বিধ্বস্ত অঞ্চলে নেই খাবার, বাড়ছে হতাশা

বিধ্বস্ত অঞ্চলে নেই খাবার, বাড়ছে হতাশা

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৩ | ১৮:০০ | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৩ | ২২:৩০

মরক্কোর পশ্চিমাঞ্চলীয় মারাক্কেশে ভয়াবহ ভূমিকম্পের চার দিন পরও ধ্বংসস্তূপের নিচ থেকে আটকেপড়াদের উদ্ধারে সর্বোচ্চ লড়াই করে যাচ্ছেন উদ্ধারকারীরা। কিন্তু বিভিন্ন এলাকা এতটাই দুর্গম যে, সেখানে ভূমি ও বাড়িঘর ধসে সড়ক বন্ধ হয়ে যাওয়ায় পৌঁছানো সম্ভব হচ্ছে না। এরই মধ্যে দিন যত যাচ্ছে, হতাশা বাড়ছে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে। উদ্ধার তৎপরতা পর্যাপ্ত নয় বলে ক্ষোভ প্রকাশ করেছে মানুষ।

অনেক এলাকার বাসিন্দারা বলছে, তারা সরকারি বা বেসরকারি কোনো খাদ্য সহযোগিতাই পায়নি। এখন পর্যন্ত মৃতের সংখ্যা ছাড়িয়েছে ২ হাজার ৮০০। জাতিসংঘ বলছে, ভূমিকম্পে অন্তত ১০ লাখ শিশু ক্ষতিগ্রস্ত হয়েছে। অনুসন্ধান ও উদ্ধার অভিযানে অংশ নিচ্ছে কাতার, স্পেন, সংযুক্ত আরব আমিরাত ও যুক্তরাজ্য। খবর আলজাজিরার।

গত শুক্রবার রাতে আঘাত হানা গত ৬০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে হাতাশা বাড়ছে। অ্যাটলাস পর্বতমালার প্রত্যন্ত অঞ্চলের বাসিন্দা খাদিজা বলেন, ‘আমাদের কেউ খোঁজ নিচ্ছে না; কেউ সাহায্য করতেও আসেনি।’

খাড়া পাহাড়ি এসব এলাকায় ঘরহারা মানুষ কোনোমতে তাঁবুতে ঠাঁই নিয়েছে। কিন্তু আবারও ভূমিকম্পের ভয় তাদের পিছু ছাড়ছে না। তাই তারা পাহাড়ের কিনারা থেকে দূরে আরও নিরাপদ জায়গায় তাঁবু গেড়েছে। এদিকে ক্ষতিগ্রস্তদের সহায়তায় দেশটির ব্যাংক আল মাগরিক একটি ব্যাংক অ্যাকাউন্ট খুলেছে, যাতে দেশের নাগরিক ও বিশ্ববাসী আর্থিক সহায়তা দিতে পারে।

অন্যদিকে স্বেচ্ছাসেবী সংস্থা খাদ্য সংগ্রহ ও বিতরণের জন্য ফুড ব্যাংক তৈরি করেছে। তারা বিভিন্ন দাতার কাছ থেকে খাদ্য সংগ্রহ করে সমিতি এবং সামাজিক সুরক্ষা প্রতিষ্ঠানের নেটওয়ার্কের মাধ্যমে তা বিতরণ করে। তাদের এই কাজ বেশ প্রশংসিত হয়েছে। দেশটির কর্তৃপক্ষ বলছে, উদ্ধার অভিযান অত্যন্ত জটিল হয়ে পড়েছে।

আরও পড়ুন

×