‘ভিনগ্রহীদের দেহাবশেষ’ দেখানো হল আইনপ্রণেতাদের!

ছবি: দ্য ইন্ডিপেন্ডেন্ট
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৩ | ১৩:০৯ | আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২৩ | ১৩:১২
মেক্সিকোতে হাজার বছরের পুরনো দুটি দেহাবশেষ প্রদর্শন করা হয়েছে সেই দেশের আইনপ্রণেতাদের। এই অনুষ্ঠানের উদ্যোক্তা এক সাংবাদিক ও ভিনগ্রহের যান (ইউএফও) গবেষক দাবি করেছেন, দেহাবশেষগুলো কোনো ভিনগ্রহের জীবের বা এলিয়েনের।
মেক্সিকোর পার্লামেন্টে শুনানির এক পর্যায়ে কথিত এলিয়েনের মরদেহ দুটি প্রদর্শন করা হয়। মমি করা মরদেহ দুটি কাচে ঘেরা পৃথক দুটি পাত্রে রাখা ছিল।
পেরুর কুজকো শহর থেকে এই দুটি মরদেহ উদ্ধার করা হয়। পরীক্ষার ভিত্তিতে ধারণা করা হচ্ছে, এগুলো প্রায় এক হাজার বছরের পুরনো।
ইউএফও বা অজ্ঞাত উড়ন্ত বস্তু গবেষক হাইম মসানের উদ্ধৃতি দিয়ে মেক্সিকোর গণমাধ্যমের খবরে বলা হয়েছে, মৃতদেহগুলোর ডিএনএর এক-তৃতীয়াংশই অজানা এবং তা পৃথিবীর জানা বিবর্তনের অংশ নয়। সাংবাদিক হাইম মসান বলেন, এদের পাওয়া গিয়েছিল এক ধরনের শৈবালের স্তর থেকে।
এলিয়েনের যে কথিত দু’টি মরদেহ দেখানো হয়েছে, সেগুলোর হাতে মাত্র তিনটি আঙ্গুল রয়েছে এবং এগুলোর মাথাগুলো অনেকটা বড় ও প্রসারিত।
সাংবাদিক মুসান জানিয়েছেন, এই দেহগুলো ২০১৭ সালে পেরুর প্রাচীন নাজকা লাইনসে পাওয়া গিয়েছিল। তিনি জানিয়েছেন, মেক্সিকোর জাতীয় স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের (ইউএনএএম) কার্বন ডেটিং ব্যবস্থায় পরীক্ষা করে দেখা গেছে, এই দেহ দুটি ১ হাজার বছরের পুরোনো।
তবে অদ্ভুত এ দেহ দুটি সত্যিই এলিয়েনের কি না এ নিয়ে সন্দেহ আছে। কারণ পূর্বেও এ ধরনের দেহ পাওয়া গিয়েছিল। পরবর্তীতে বিষদ পরীক্ষা ও বিশ্লেষণে পাওয়া গিয়েছিল, সেগুলো প্রাচীন আমলের মানব শিশুর মমিকৃত দেহ ছিল।
তবে মেক্সিকান সাংবাদিক দাবি করেছেন আইনপ্রণেতাদের যে দুটি দেহ দেখানো হয়েছে সেগুলো পৃথিবীর বাইরের জগতের কোনো প্রাণীরই। তিনি বলেছেন, ‘আমি মনে করি এগুলো পরিষ্কারভাবে দেখিয়েছে আমরা অ-মানব কোনো কিছুর সঙ্গে ডিল করছি। যেগুলোর সঙ্গে পৃথিবীর কোনো প্রাণীর সংশ্লিষ্টতা নেই। আর এ ব্যাপারে যে কোনো সংস্থার বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষার পথ খোলা আছে।’ সূত্র: দ্য ইন্ডিপেন্ডেন্ট