মেদিনীপুরে ইস্পাত কারখানা করবেন সৌরভ গাঙ্গুলি

স্পেনে 'বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট' (বিজিবিএস) এ বক্তব্য প্রদান করছেন সৌরভ গাঙ্গুলি
কলকাতা প্রতিনিধি
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৩ | ১৪:০২ | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৩ | ০০:২৬
পশ্চিমবঙ্গের মেদিনীপুরে ইস্পাত কারখানা তৈরির ঘোষণা দিলেন ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। রাজ্যে বিনিয়োগের লক্ষ্যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সাথে স্পেন সফরে গিয়েছেন সৌরভ। সেখানেই 'বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট' (বিজিবিএস) এ বক্তব্য প্রদানকালে এ ঘোষণা দেন তিনি।
বৃহস্পতিবার স্পেনের রাজধানী মাদ্রিদের শিল্প সম্মেলনে যোগ দিয়ে সৌরভ বলেন, 'আমি রাজ্যে তৃতীয় ইস্পাত কারখানাটি তৈরি করতে চলেছি। অনেকেই হয়তো ভাবেন আমি কেবল খেলাধুলা নিয়েই থাকি। কিন্তু ২০০৭ সালে আমরা একটা ছোট্ট ইস্পাত কারখানা শুরু করেছিলাম। আর আগামী পাঁচ-ছয় মাসের মধ্যে মেদিনীপুরে আমাদের একটা নতুন কারখানা গড়ব। এই কাজে মুখ্যমন্ত্রী ও রাজ্যের তরফে সব রকম সহযোগিতা পেয়েছি।'
সৌরভ জানান, ২০০৭ সালে তার প্রথম ইস্পাত কারখানাটি গড়ে ওঠে পশ্চিমবঙ্গের দুর্গাপুরে, দ্বিতীয় কারখানাটি হয় পাটনায়, আর তৃতীয় কারখানাটি গড়ে উঠতে চলেছে মেদিনীপুরে। নতুন কারখানাটি হবে পশ্চিম মেদিনীপুর জেলার শালবনীতে।
সৌরভ বলেন, 'আমি ব্যবসায়ী পরিবারের সন্তান। ৫০-৫৫ বছর আগে আমার ঠাকুরদাদা ব্যবসা শুরু করেছিলেন এবং সেই সময় তৎকালীন রাজ্য সরকারও প্রচন্ড সহযোগিতা করেছিলেন। এই ঘরে আমি অনেক নতুন মুখ দেখছি যারা দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গে বড় হয়েছে। তারা তাদের ব্যবসাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। কেবলমাত্র পশ্চিমবঙ্গে নয়, পশ্চিমবঙ্গের সীমা ছাড়িয়ে গোটা ভারতে তারা আজ ব্যবসায়িকভাবে সফল। তাই এটা এমন একটা রাজ্য যারা অগ্রগতিকে সহায়তা করে, যারা সবসময়ই বাকি বিশ্বকে ব্যবসার জন্য আমন্ত্রণ জানায়। আর সেই কারণেই মুখ্যমন্ত্রী ও তার প্রতিনিধি দল এই দেশে সফর করছেন। এবং তারা বোঝাতে চায় যে ব্যবসা সম্পর্কে তারা কতটা উৎসাহী। এটা খুবই পরিষ্কার যে এই সরকার রাজ্যের উন্নয়নে এবং যুব সমাজের উন্নয়নে কাজ করতে চায়। কারণ যখন একটি ব্যবসা আসে তখন সবচেয়ে বেশি উপকৃত হয় যুবসমাজ। কারণ তারা পড়াশোনার প্রতি অনেকটা সময় দেয় তারপরে তাদের লক্ষ্য থাকে ক্যারিয়ার গড়ার।'
সৌরভের দাবি, 'ব্যবসার লক্ষ্য কেবল মাত্র অর্থ উপার্জন নয় বা কেবল লাভ-ক্ষতির হিসাব নয়। অনেকগুলো মানুষের ক্যারিয়ার গড়ার ক্ষেত্রেও ভূমিকা রাখে।'
এর আগে এদিন স্পেনের লা লিগা কর্মকর্তাদের সাথে আলোচনা করেন। সেখানে পশ্চিমবঙ্গের ফুটবলের উন্নয়নের ব্যাপারে আলোচনা হয়। এ রাজ্যে ফুটবল একাডেমি খোলার কথা জানায় লা লিগা কর্তৃপক্ষ।