ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

চীনকে ‘ধ্বংসাত্মক’ তৎপরতা বন্ধের আহ্বান তাইওয়ানের

চীনকে ‘ধ্বংসাত্মক’ তৎপরতা বন্ধের আহ্বান তাইওয়ানের

ছবি: রয়টার্স

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৩ | ১৬:৫৬ | আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২৩ | ১৬:৫৬

তাইওয়ানের প্রতিরক্ষা আকাশসীমায় অনুপ্রবেশের ঘটনা ঘটিয়েই চলেছে চীন। রোববার থেকে সোমবার পর্যন্ত শতাধিক চীনা সামরিক বিমান ভূখণ্ডটির আকাশ প্রতিরক্ষা অঞ্চলে প্রবেশ করে। এ পরিস্থিতিতে চীনকে ‘ধ্বংসাত্মক’ সামরিক তৎপরতা বন্ধ করার আহ্বান জানিয়েছে তাইওয়ান। ভূখণ্ডটির দাবি, এ ধরনের কর্মকাণ্ড তাইওয়ান প্রণালির আশপাশে আবারও নতুন করে উত্তেজনা বৃদ্ধি করতে পারে। খবর রয়টার্সের

প্রতিবেদনে বলা হয়েছে, দ্বীপের কাছে চীনা সামরিক কার্যকলাপ ব্যাপকভাবে বৃদ্ধির কথা জানিয়ে সোমবার ‘ধ্বংসাত্মক ও একতরফা তৎপরতা’ বন্ধ করতে চীনের প্রতি আহ্বান জানিয়েছে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয়। একই সঙ্গে এ ধরনের আচরণ উত্তেজনা ব্যাপকভাবে বাড়াতে পারে বলেও সতর্ক করেছে তারা।

মূলত চীন স্বশাসিত তাইওয়ানকে তার নিজের এলাকা বলে দাবি করে থাকে। এমনকি প্রয়োজনে বল প্রয়োগ করে একদিন তা দখল করার অঙ্গীকারও করেছে পরাশক্তি দেশটি। এ কারণে সাম্প্রতিক বছরগুলোতে গণতান্ত্রিকভাবে শাসিত এই দ্বীপের চারপাশে নিয়মিতভাবে সামরিক মহড়া চালিয়েছে দেশটি।

তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, রোববার থেকে তারা সমুদ্রের ওপর দ্বীপের আকাশ প্রতিরক্ষা অঞ্চলে ১০৩টি চীনা সামরিক বিমান দেখেছে। এই সংখ্যাটিকে ‘সাম্প্রতিক সময়ে’ সবচেয়ে বেশি বলেও উল্লেখ করেছে তারা।

আরও পড়ুন

×