যুক্তরাষ্ট্রের শিখ নেতাদের সতর্ক করল এফবিআই

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৩ | ১৮:০০ | আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৩ | ০৩:২৮
কানাডার মাটিতে খালিস্তানপন্থি শিখ নেতা হরদীপ সিং নিজ্জার হত্যার ঘটনার পরপরই যুক্তরাষ্ট্রের শিখ সম্প্রদায়ের তিন প্রভাবশালী ব্যক্তিকে সতর্ক করেছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই। সংস্থাটি বলছে, নিজ্জার হত্যাকে ঘিরে ওই তিনজনের জীবন নিরাপত্তাঝুঁকিতে রয়েছে। মঙ্গলবার দ্য গার্ডিয়ান অনলাইন এ খবর জানায়।
এফবিআই প্রাথমিকভাবে প্রীতপালকে জানায়, তারা মনে করেন, তাঁর জীবন হুমকিতে রয়েছে। কিছুদিন পর প্রীতপালের নিরাপত্তার জন্য আরও সুনির্দিষ্টভাবে কিছু নির্দেশনা দেওয়া হয়। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম ইন্টারসেপ্ট প্রথম এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করে।
এফবিআইয়ের সতর্কতা পাওয়া আরেক মার্কিন শিখের নাম অমরজিৎ সিং। ৭০ বছর বয়সী ওই ব্যক্তি সাংবাদিক ও উপস্থাপক। তিনি বলেন, ২২ জুন প্রথম তাঁকে সতর্ক করা হয়। ওয়াশিংটনে মোদিবিরোধী বিক্ষোভ থেকে ফেরার পথে এফবিআই তাঁকে ডেকে নেয়। মোদি তখন যুক্তরাষ্ট্র সফরে ছিলেন। অমরজিৎ বলেন, কয়েক সপ্তাহ পর এফবিআইয়ের কর্মকর্তাদের সঙ্গে তাঁর বৈঠক হয়। তাঁকে বলা হয়, ভারতের কারণে তাঁর জীবন সম্ভাব্য হুমকির মধ্যে রয়েছে।
এদিকে কানাডার রাজধানীতে ভারতীয় হাইকমিশনের সামনে নিজ্জার হত্যার প্রতিবাদে বিক্ষোভ করেছেন কানাডার শিখরা। সোমবার প্রায় ১০০ বিক্ষোভকারী ভারতের পতাকা পুড়িয়ে প্রতিবাদ করেন। সেখানে খালিস্তানের হলুদ পতাকা ওড়ান তারা। শিখ নেতা নিহতের ঘটনায় ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন কানাডার মুসলিম আইনজীবীরা।