ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

ন্যাটো সম্প্রসারণে পুতিনকে ‘দায়ী’ করলেন হিলারি

ন্যাটো সম্প্রসারণে পুতিনকে ‘দায়ী’ করলেন হিলারি

ছবি: এনডিটিভি

সমকাল ডেস্ক

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৩ | ২১:৪২ | আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৩ | ২১:৪৭

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে সামরিক জোট ন্যাটোর সম্প্রসারণ ইস্যুতে খোঁচা দিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক ফার্স্ট লেডি ও পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। রুশ নেতাকে উদ্দেশ করে তিনি বলেছেন, খুব খারাপ, ভ্লাদিমির। আপনিই বিষয়টিকে নিজের ওপর টেনে এনেছেন।

হিলারি মূলত ন্যাটোর সম্প্রসারণ ও ইউক্রেনে যুক্তরাষ্ট্রের অব্যাহত সহায়তাকে একপাশে রাখার দায় পুতিনের ওপর চাপিয়েছেন। খবর এনডিটিভির

স্থানীয় সময় মঙ্গলবার নিজের অফিশিয়াল প্রতিকৃতি উন্মোচনের জন্য মার্কিন স্টেট ডিপার্টমেন্টে যান হিলারি। সেখানে দেওয়া বক্তব্যে তিনি পুতিনকে খোঁচা দেওয়ার পাশাপাশি সাবেক রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতিরও সমালোচনা করেন। ২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের কাছেই পরাজিত হয়েছিলেন তিনি।

হিলারি বলেন, ইউক্রেনে গণতন্ত্র রক্ষা করা, ন্যাটোর সম্প্রসারণ করা এটি এখন এক বিষয় হয়ে উঠেছে। আমরা সবসময় বলেছি, মানুষকে ন্যাটোতে যোগ দিতে বাধ্য করা হয় না। বরং মানুষ নিজেই সিদ্ধান্ত নেয় এবং ন্যাটোতে যোগ দিতে চায়।

সাবেক মার্কিন ফার্স্ট লেডি ইঙ্গিত দেন, ট্রাম্প তাঁর শাসনামলে মার্কিন মিত্রদের বিচ্ছিন্ন করার যে কাজ করেছিলেন, সেটির কারণে রাশিয়ার ইউক্রেন আক্রমণ প্রতিহত করার জন্য কিয়েভের পক্ষে সমর্থন জোগাড়ে যুক্তরাষ্ট্রের ক্ষমতা নিয়ে প্রশ্ন থাকতে পারে। 

আরও পড়ুন

×