পাকিস্তানে আরেক বোমা হামলা, নিহত ৫

বোমা হামলায় আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হচ্ছে। ছবি-আলজাজিরা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৩ | ১২:৩৬ | আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২৩ | ১২:৫৫
পাকিস্তানের বেলুচিস্তানে ঈদে মিলাদুন্নবীর মিছিলে ভয়াবহ বোমা হামলার পর খাইবার পাখতুনখোয়া প্রদেশের পেশোয়ারে একটি মসজিদে বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে মসজিদটির ছাদ ধসে পড়ে ৫ জন নিহত ও ১২ জন আহত হয়েছেন।
আলজাজিরা জানায়, শুক্রবার পেশোয়ারে হাঙ্গু নামের একটি মসজিদে জুম্মার নামাজের সময় আত্মঘাতী বোমা হামলা চালানো হয়। যেখানে হামলা চালানো হয়েছে সেখান থেকে দোওবা পুলিশ স্টেশন খুবই কাছে অবস্থিত।
হাঙ্গু বিভাগীয় পুলিশ কর্মকর্তা নিসার আহমেদ জানিয়েছেন, হামলায় মসজিদের ছাদ ধসে পড়ার পর ৩০-৪০ জন আটকে যান। এখন তাদের উদ্ধারে অভিযান চালানো হচ্ছে।
তিনি আরও জানিয়েছেন, হাঙ্গু মসজিদে হামলার সঙ্গে দুই আত্মঘাতী হামলাকারী জড়িত ছিলেন। তাদের মধ্যে একজন পুলিশ স্টেশনের সামনে বোমার বিস্ফোরণ ঘটান। অপরজন মসজিদের ভেতর গিয়ে নিজেকে উড়িয়ে দেন।
এর আগে বেলুচিস্তানের মাসতাংয়ে ভয়াবহ বোমা হামলায় অন্তত ৫২ জনের মৃত্যু হয়। ওই হামলার কিছুক্ষণ পর খাইবার পাখতুনখোয়াতেও একইভাবে বোমার বিস্ফোরণ ঘটানো হয়।
- বিষয় :
- পাকিস্তান
- বোমা হামলা
- নিহত
- ঈদে মিলাদুন্নবী