ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

ফিলিস্তিনি প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করবেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

ফিলিস্তিনি প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করবেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

ছবি: স্কাই নিউজ

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৩ | ০৫:৪০ | আপডেট: ১২ অক্টোবর ২০২৩ | ০৫:৪০

সংঘাতের মধ্যেও আজ বৃহস্পতিবার ইসরায়েলে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। আর কয়েক ঘণ্টার মধ্যে তার ইসরায়েলে পৌঁছানোর কথা রয়েছে। এ সফরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েলের সিনিয়র নেতাদের পাশাপাশি ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে বৈঠক করবেন বলে জানিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। খবর: বিসিসি

ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস ও ইসরায়েলের মধ্যকার যুদ্ধ ষষ্ঠ দিনে গড়িয়েছে। এ সময় উভয় দেশেই প্রায় ২৩০০ এর বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। হামাসের হামলার নিন্দা জানিয়েছে ইসরায়েলের নেতাদের সঙ্গে আলোচনা করতেই মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এ সফর করছেন। 

মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে বুধবার জানায়, মার্কিন সেক্রেটারি অফ স্টেট অ্যান্টনি জে ব্লিংকেন বুধ ও বৃহস্পতিবার ইসরাইল এবং জর্ডান সফর করবেন, যেখানে তিনি দুদেশের সিনিয়র কর্মকর্তাদের সঙ্গে দেখা করবেন। তবে বৃহস্পতিবার ফিলিস্তিনির পক্ষ থেকে প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে অ্যান্টনি জে ব্লিংকেনের বৈঠকের কথা জানানো হয়েছে।

আরও পড়ুন

×