ফিলিস্তিনি প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করবেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

ছবি: স্কাই নিউজ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৩ | ০৫:৪০ | আপডেট: ১২ অক্টোবর ২০২৩ | ০৫:৪০
সংঘাতের মধ্যেও আজ বৃহস্পতিবার ইসরায়েলে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। আর কয়েক ঘণ্টার মধ্যে তার ইসরায়েলে পৌঁছানোর কথা রয়েছে। এ সফরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েলের সিনিয়র নেতাদের পাশাপাশি ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে বৈঠক করবেন বলে জানিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। খবর: বিসিসি
ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস ও ইসরায়েলের মধ্যকার যুদ্ধ ষষ্ঠ দিনে গড়িয়েছে। এ সময় উভয় দেশেই প্রায় ২৩০০ এর বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। হামাসের হামলার নিন্দা জানিয়েছে ইসরায়েলের নেতাদের সঙ্গে আলোচনা করতেই মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এ সফর করছেন।
মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে বুধবার জানায়, মার্কিন সেক্রেটারি অফ স্টেট অ্যান্টনি জে ব্লিংকেন বুধ ও বৃহস্পতিবার ইসরাইল এবং জর্ডান সফর করবেন, যেখানে তিনি দুদেশের সিনিয়র কর্মকর্তাদের সঙ্গে দেখা করবেন। তবে বৃহস্পতিবার ফিলিস্তিনির পক্ষ থেকে প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে অ্যান্টনি জে ব্লিংকেনের বৈঠকের কথা জানানো হয়েছে।