ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

গাজায় জরুরি অর্থ সহায়তার ঘোষণা মালয়েশিয়ার

গাজায় জরুরি অর্থ সহায়তার ঘোষণা মালয়েশিয়ার

ইসরায়েলি বোমাবর্ষণে গাজায় হাজারের বেশি বাড়িঘর ভেঙ্গে পড়েছে। পানি, জ্বালানি ও চিকিৎসা সংকটে মানবেতর জীবনযাপন করছেন এই অঞ্চলের মানুষ। ছবি: এপি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৩ | ১৩:১৩ | আপডেট: ১২ অক্টোবর ২০২৩ | ১৩:১৩

অবরুদ্ধ গাজা উপত্যকায় জরুরি অর্থ সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে মালয়েশিয়া। এর অংশ হিসেবে ১০ লাখ রিঙ্গিত (২ লাখ ১২ হাজার ডলার) সহায়তা দেবে বলে জানিয়েছেন মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী জাম্বরি আবদুল কাদির। এ ছাড়া গাজায় খাদ্য, পানি ও জ্বালানি বন্ধ করে দেওয়ায় ইসরায়েলের নিন্দা করেছেন তিনি।

 বৃহস্পতিবার এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে আলজাজিরা। 

মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ইসরায়েল ও হামাসের সংঘাতে আটকা পড়া মালয়েশিয়ান চিকিৎসক ও তার তিন সন্তানকে সেখান থেকে সরিয়ে নেওয়ার পরিকল্পনা চলছে। গত মঙ্গলবার মালয়েশিয়া ও সিঙ্গাপুরের ২৩ জন নাগরিকের একটি দল নিরাপদে মিশর পাড়ি দিয়েছে।

শনিবার সকালে ফিলিস্তিনি স্বাধীনতাকামীদের সংগঠন হামাস কয়েক বছরের মধ্যে ইসরায়েলের ওপর সবচেয়ে বড় হামলা চালায়। ইসরায়েল ভূখণ্ডে ৫ হাজারেরও বেশি রকেট হামলা করে সংগঠনটি। এ হামলার ৫ ঘণ্টা পর জনগণের উদ্দেশে দেওয়া এক বিবৃতিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুদ্ধের ঘোষণা দেন।

পাল্টাপাল্টি হামলায় ইসরায়েলে ১৩০০ এবং গাজায় ১২ শতাধিক মানুষ নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও কয়েক হাজার। চলমান এই সংঘাতে ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইসরায়েলে সরকারের নিপীড়ন ও অবিচারকে দায়ী করেছে মালয়েশিয়া।

আরও পড়ুন

×