নেতানিয়াহুর সঙ্গে পুতিনের ফোনালাপ
সংঘাত বন্ধের সহযোগিতায় প্রস্তুত রাশিয়া

বেঞ্জামিন নেতানিয়াহু ও ভ্লাদিমির পুতিন। ফাইল ছবি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৩ | ২১:০২ | আপডেট: ১৬ অক্টোবর ২০২৩ | ২১:০২
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে ফোন করে বলেছেন, চলমান ইসরায়েল–ফিলিস্তিন সংঘাত বন্ধে সহযোগিতা করার জন্য রাশিয়া প্রস্তুত রয়েছে
সোমবার রাশিয়ার প্রেসিডেন্টের দপ্তর ক্রেমলিন এ তথ্য জানিয়েছে।
ক্রেমলিন বলেছে, ‘পরিস্থিতি স্বাভাবিক করা, সংঘাত আরও ছড়িয়ে পড়া ঠেকানো এবং গাজা উপত্যকায় মানবিক বিপর্যয় প্রতিরোধে রাশিয়া কী কী পদক্ষেপ নিচ্ছে, সেসব বিষয় অবগত (নেতানিয়াহুকে) করেছেন ভ্লাদিমির পুতিন।’ খবর রয়টার্সের।
রাশিয়ার প্রেসিডেন্টের দপ্তর জানিয়েছে, পুতিন টেলিফোনে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল–আসাদের সঙ্গে কথা বলেছেন। ক্রেমলিনের পররাষ্ট্রনীতিবিষয়ক উপদেষ্টা ইউরি উশাকোভ বলেছেন, ‘আমরা মনে করি, এ পরিস্থিতিতে এখন সবচেয়ে বড় বিষয় হচ্ছে অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর করা এবং রাজনৈতিক সমঝোতার প্রক্রিয়া শুরু করা।’
ইসরায়েল ও হামাসের এবারের সংঘাত ছড়িয়ে পড়ার পর রাশিয়ার পাশাপাশি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের আরেক সদস্য দেশ চীন বলেছে, এই সংঘাতের কেন্দ্রে রয়েছে ফিলিস্তিনিদের ন্যায়বিচার না পাওয়া।
নেতানিয়াহুকে ফোন করার আগে ইরান, মিসর, সিরিয়া ও ফিলিস্তিনি কর্তৃপক্ষের নেতাদের সঙ্গে কথা বলেছেন পুতিন।
ইরান, হামাস, ক্ষমতাধর আরব দেশগুলো, ফিলিস্তিন ও ইসরায়েল—সবার সঙ্গে সম্পর্ক রয়েছে রাশিয়ার। মধ্যপ্রাচ্য সংকটের জন্য যুক্তরাষ্ট্রের ভূমিকাকে দায়ী করে দেশটি বারবার বলে আসছে, ১৯৬৭ সালের সীমান্তের ভিত্তিতে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের প্রয়োজনীয়তাকে যুক্তরাষ্ট্র ও পশ্চিমারা উপেক্ষা করে আসছে। এরই ফলে বারবার এই সংঘাত দেখা দিচ্ছে।