আল-জাজিরা নিষিদ্ধ না করতে ইসরায়েলের প্রতি সিপিজের আহ্বান

ছবি-সংগৃহীত
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২১ অক্টোবর ২০২৩ | ০০:৫৬ | আপডেট: ২১ অক্টোবর ২০২৩ | ০০:৫৮
কাতারভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরাকে নিষিদ্ধ না করতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (সিপিজে) বলেছে, ‘ক্ষমতাকে জবাবদিহি করতে গণমাধ্যমের কণ্ঠের বৈচিত্র্য থাকা আবশ্যক, বিশেষ করে যুদ্ধের সময়।’
আল-জাজিরার বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ এনে ইসরায়েল বলছে, দেশটির জাতীয় নিরাপত্তার ক্ষতি হচ্ছে। গত বুধবার নতুন জরুরি প্রবিধান অনুমোদন দেয় ইসরায়েল। এতে আল-জাজিরা ওপর বিধিনিষেধ আরোপের পথ সুগম হয়। খবর দ্য ওয়াশিংটন পোস্টের।
গত সপ্তাহে এই প্রবিধান প্রস্তাব করেন ইসরায়েলের যোগাযোগমন্ত্রী শলোমো কারহি। বুধবার আইনটি কার্যকরের বিষয়ে কারহি ও অ্যাটর্নি জেনারেল গালি বাহারাভ-মিয়ারার মধ্যে মতৈক্য হয়। এখন ইসরায়েল চাইলে দেশটিতে আল-জাজিরার কার্যক্রম বন্ধ করে দিতে পারবে। গাজা ও ইসরায়েল দুই জায়গা থেকেই সংবাদ সংগ্রহ করা গুটিকয়েক গণমাধ্যমের একটি আল-জাজিরা।
সিপিজের মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা কর্মসূচির সমন্বয়ক শেরিফ মানসুর এক বিবৃতিতে বলেছেন, ‘জাতীয় মনোবলের ক্ষতি সাধনের অস্পষ্ট অভিযোগ ব্যবহার করে চলমান ইসরায়েল-গাজা সংঘর্ষের সংবাদ প্রকাশের ওপর বিধিনিষেধ আরোপে ইসরায়েলি কর্মকর্তাদের হুমকিতে আমরা গভীরভাবে উদ্বিগ্ন।’
বিবৃতিতে আরও বলা হয়, ‘আল-জাজিরাকে নিষিদ্ধ না করতে এবং সাংবাদিকদের তাদের দায়িত্ব পালনের সুযোগ দিতে ইসরায়েলের প্রতি আহ্বান জানাচ্ছে সিপিজে।’
কাতার সরকারের পৃষ্ঠপোষকতায় ১৯৯৬ সালে যাত্রা শুরু করে আল-জাজিরা। অতীতেও ইসরায়েলের সরকারের বিষোদ্গার ও বিধিনিষেধের মুখে পড়েছিল আন্তর্জাতিক সংবাদমাধ্যমটি।
- বিষয় :
- সিপিজে
- আল-জাজিরা
- কাতার
- সংবাদমাধ্যম
- ইসরায়েল