ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

সাদ্দাম হোসেনের মেয়েকে ৭ বছরের কারাদণ্ড

সাদ্দাম হোসেনের মেয়েকে ৭ বছরের কারাদণ্ড

ছবি: ভ্যানগার্ড নিউজ

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৩ | ০৯:০৪ | আপডেট: ২৩ অক্টোবর ২০২৩ | ০৯:০৪

ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের মেয়েকে সাত বছরের কারাদণ্ড দিয়েছেন বাগদাদের আদালত। বাবার শাসনামলের প্রশংসা করায় গত রোববার তাকে এ সাজা দেওয়া হয়। খবর টাইমস নাউয়ের 

প্রতিবেদনে বলা হয়েছে, রাঘাদ সাদ্দাম হোসেন ২০২১ সালে টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে নিষিদ্ধ বাথ পার্টির প্রচারণা চালিয়েছেন। সেই ঘটনায় নিষিদ্ধ রাজনৈতিক দলের পক্ষে প্রচারণা চালানোর অপরাধে দোষী সাব্যস্ত করা হয় তাকে।

অবশ্য ঠিক কোন সাক্ষাৎকারের কারণে তাঁকে দোষী সাব্যস্ত করা হয়েছে, তা রায়ে উল্লেখ করা হয়নি।

সাদ্দাম হোসেনের এই মেয়ে নির্বাসিত জীবন যাপন করছেন এবং গত রোববার তার অনুপস্থিতিতেই এই কারাদণ্ড দেওয়া হয়। 

২০০৩ সালে ইরাকে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন আগ্রাসনের সময় সাদ্দাম হোসেনের পতনের পর তার দল বাথ পার্টিকে বিলুপ্ত ও নিষিদ্ধ করা হয়। 

আরও পড়ুন

×