ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

ট্রাম্প উনের অবস্থা জানেন দাবি করলেও পম্পেও বলছেন ভিন্ন কথা

ট্রাম্প উনের অবস্থা জানেন দাবি করলেও পম্পেও বলছেন ভিন্ন কথা

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২০ | ০২:১৮

উত্তর কোরিয়ার নেতা কিম জং উন যেন নেই হয়ে গেছেন প্রায় দুই সপ্তাহ ধরে। তাকে নিয়ে চলছে নানারকম গুজব। অসুস্থতার পাশাপাশি তার মৃত্যুর কথাও ছড়িয়েছে কেউ কেউ। এরইমধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, তার কাছে খবর আছে উনের। তবে ট্রাম্পের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও জানিয়েছেন ভিন্ন কথা। তিনি  জানিয়েছেন, সম্প্রতি যুক্তরাষ্ট্রের কোনো কর্মকর্তা উত্তর কোরিয়ার নেতাকে দেখেননি। আর তার অসুস্থতার খবরগুলো নজরে রেখেছেন তারা। পম্পেও উত্তর কোরিয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করে আরও জানিয়েছেন, দেশটি হয় করোনাভাইরাস মহামারিতে আক্রান্ত হয়েছে নয়তো, দুর্ভিক্ষ হানা দিয়েছে। খবর বিবিসির

সর্বশেষ গত ১১ এপ্রিল দেখা গিয়েছিল উত্তর কোরিয়ার নেতা ৩৬ বছরের কিম জং উনকে। ওইদিন ক্ষমতাসীন পার্টির ঊর্ধ্বতন নেতাদের সঙ্গে কিমের বৈঠকরত ছবি প্রকাশ করেছিল রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ। এরপর তাকে আর দেখা যায়নি। ১৫ এপ্রিল তার দাদা উত্তর কোরিয়ার প্রতিষ্ঠাতা কিম ইল সুংয়ের জন্মবার্ষিকীর উৎসবেও দেখা যায়নি উনকে। এরপরই গুজব ছড়িয়ে পড়ে, উন ভয়ানক অসুস্থ।

দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের কিছু গণমাধ্যম দাবি করে, হার্টের অপারেশনের পর উন মরণাপন্ন অবস্থায় আছেন। তবে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের দপ্তর জানায়, উত্তর কোরিয়ার নেতার অসুস্থ হওয়ার কোনো লক্ষণ তাদের নজরে পড়েনি। অবশ্য কিছু গণমাধ্যম রিপোর্টের দাবি, উন হয়তো করোনাভাইরাসের হাত থেকে বাঁচতে সামুদ্রিক রিসোর্ট উনসানে আছেন।

এরইমধ্যে গত সোমবার ট্রাম্প বলেছিলেন, তার কাছে কিমের অবস্থা সম্পর্কে খুব ভালোই ধারণা রয়েছে। এখন তিনি কিছু বলবেন না। ট্রাম্প বলেন, 'আমি শুধু চাই কিম ভালো থাকুক।'

তবে ট্রাম্পের এমন বক্তব্যের দুদিনের মাথায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী পম্পেও স্বীকার করলেন, 'আমরা কেউ তাকে দেখিনি। আমাদের কাছে তার কোনো খবরও নেই। আমার বিষয়টি ঘনিষ্ঠভাবে নজর রাখছি।' তিনি আরও বলেন, 'উত্তর কোরিয়ায় সম্ভবত খাদ্যাভাব দেখা দিয়েছে, দুর্ভিক্ষ ছড়িয়ে পড়েছে। আমরা সব বিষয়েই নজর রাখছি।'

আরও পড়ুন

×