ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

ইউক্রেন ও মলদোভার সদস্যপদ নিয়ে আলোচনায় রাজি ইইউ

ইউক্রেন ও মলদোভার সদস্যপদ নিয়ে আলোচনায় রাজি ইইউ

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২৩ | ০৭:৩৬ | আপডেট: ১৫ ডিসেম্বর ২০২৩ | ০৭:৪৬

ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) ইউক্রেন ও মলদোভার সদস্যপদ নিয়ে দেশ দুটির সঙ্গে আলোচনা শুরু করতে রাজি হয়েছেন জোটের নেতারা। এছাড়া জর্জিয়াকে সদস্যপদ প্রার্থীর মর্যাদা দেওয়ার সিদ্ধান্তও হয়েছে। ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট চার্লস মাইকেলের মুখপাত্র বলেছেন, সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খবর-বিবিসি

বৃহস্পতিবার ব্রাসেলসে এ বছরের ইইউ সম্মেলনে ২৭ দেশের জোটের নেতাদের নেওয়া এই সিদ্ধান্তকে ইউক্রেন ও ইউরোপের জন্য ‘বিজয়’ বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

মলদোভার প্রেসিডেন্ট মাইয়া সান্দু বলেছেন, সদস্য পদ নিয়ে আলোচনা শুরু করার এই সিদ্ধান্ত একটি নতুন অধ্যায়ের দ্বার খুললো। 

তবে হাঙ্গেরি দীর্ঘদিন ধরে ইউক্রেনের সঙ্গে সদস্যপদ নিয়ে শুরু হওয়া আলোচনার বিরোধিতা করে আসছিল। তবে এই পদক্ষেপে ভেটো দেয়নি দেশটি। সম্মেলনে দেশটির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান বৈঠকের কক্ষ ত্যাগ করে চলে যান। অন্য ২৬ দেশের নেতা এই সিদ্ধান্তের পক্ষে ভোট দেন। 

পরে ভিক্টর অরবান ফেসবুকে এক পোস্টে লিখেছেন, ইউক্রেনকে ইইউ সদস্যপদ দেওয়া বাজে একটি সিদ্ধান্ত। হাঙ্গেরি এই সিদ্ধান্তের সঙ্গে যুক্ত হতে চায় না।

সম্মেলনের পর সভার চেয়ারম্যান চার্লস মাইকেল বলেন, ইউরোপীয় কাউন্সিল ইউক্রেন ও মলদোভাকে সদস্যপদ দেওয়া নিয়ে আলোচনা শুরু করার সিদ্ধান্ত নিয়েছে। জর্জিয়ার সদস্যপদ প্রার্থীর মর্যাদা অনুমোদন করা হচ্ছে। একইসঙ্গে বসনিয়ার সদস্যপদ লাভের চেষ্টা বিবেচনায় নেওয়া হবে।

এর আগে গত বছরের জুনে ইউক্রেন ও মলদোভাকে ইউরোপীয় ইউনিয়নের সদস্য হওয়ার জন্য প্রার্থীর মর্যাদা দেন জোটটির নেতারা। এ ছাড়া নির্দিষ্ট শর্ত পূরণের পর জর্জিয়াকেও এ মর্যাদা দেওয়া হবে বলে ঘোষণা দেওয়া হয়েছিল। 

ওই সময় ইইউ কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন দের লিয়েন বলেছিলেন, ইউরোপের জন্য এটি একটি ভালো দিন। আপনাদের দেশ আমাদের ইউরোপীয় পরিবারের অংশ। আর আজ নেতাদের নেওয়া এ ঐতিহাসিক সিদ্ধান্ত সে বিষয়টিকে নিশ্চিত করেছে। এ সিদ্ধান্ত আমাদের সবাইকে শক্তিশালী করবে। এটি রাশিয়ার সাম্রাজ্যবাদের বিরুদ্ধে ইউক্রেন, মলদোভা ও জর্জিয়াকে শক্তিশালী করবে এবং ইইউকে শক্তিশালী করবে। ইইউ কমিশনের প্রেসিডেন্ট বলেন, সদস্য হওয়ার প্রক্রিয়ার পরবর্তী ধাপে যেতে ইউক্রেন, মলদোভা ও জর্জিয়াকে প্রয়োজনীয় কাজ শেষ করতে হবে।
 

আরও পড়ুন

×