ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

সিরিয়ায় ইসরায়েলের বোমা হামলা, বিপ্লবী গার্ডের ৪ সদস্য নিহত

সিরিয়ায় ইসরায়েলের বোমা হামলা, বিপ্লবী গার্ডের ৪ সদস্য নিহত

ছবি: আল-জাজিরা

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৪ | ১৬:৫২ | আপডেট: ২০ জানুয়ারি ২০২৪ | ১৭:২৪

সিরিয়ার রাজধানী দামেস্কের একটি আবাসিক ভবনে বোমা হামলা চালিয়েছে ইসরায়েল। এতে ইরানের বিপ্লবী গার্ডের চার সদস্য নিহত হয়েছেন। শনিবার মাজ্জেহ নামক একটি এলাকায় এ হামলা চালায় ইসরায়েল। সেখানে লেবানন ও ইরানসহ বেশ কয়েকটি দেশের দূতাবাস অবস্থিত। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে আল-জাজিরা এ তথ্য নিশ্চিত করেছে। 

প্রতিবেদনে বলা হয়েছে, গত সপ্তাহে ইরাকের ইরবিলে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের একটি ‘সেফ হাউজ’ লক্ষ্য করে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড যে হামলা চালিয়েছে; সেটির প্রতিশোধ নিতে ইসরায়েল বিপ্লবী গার্ডের একটি গোয়েন্দা ইউনিটকে লক্ষ্য করে সিরিয়ায় এ হামলা চালানো হয়েছে। 

যুক্তরাজ্যভিত্তিক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, এ হামলায় পাঁচজন নিহত হয়েছেন। ভবনটিতে ‘ইরান সংশ্লিষ্ট নেতারা’ বৈঠক করছিলেন।

সিরিয়ায় বিপ্লবী গার্ডের কর্মকর্তাদের লক্ষ্য করে গত কয়েকদিন ধরে নিয়মিত হামলা চালাচ্ছে ইসরায়েল। গত মাসে ইসরায়েলি হামলায় বিপ্লবী গার্ডের জ্যেষ্ঠ কর্মকর্তা জেনারেল সৈয়দ রাজী মৌসাভী নিহত হন।

আরও পড়ুন

×