জিম্মি মুক্তির দাবি রূপ পাচ্ছে নেতানিয়াহুর পদত্যাগ আন্দোলনে

শনিবার তেল আবিবে নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেন হাজারো মানুষ। ছবি: সংগৃহীত
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৪ | ০৫:১৩
চার মাসেও গাজায় হামাসের হাতে জিম্মি হওয়া ব্যক্তিদের মুক্ত করতে না পারায় ইসরায়েলিদের মাঝে বাড়ছে হতাশা। ফলে হাজার হাজার মানুষ বিক্ষোভে ফেটে পড়ছেন। এ সময় তারা দেশটির প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুর পদত্যাগও দাবি করছেন।
জিম্মি মুক্তির দাবিতে গত শনিবার ইসরায়েলের রাজধানী তেল আবিবে নেতানিয়াহু সরকারের পদত্যাগ দাবিতে বিক্ষোভ করে হাজারো মানুষ। একই সঙ্গে তারা আগাম নির্বাচনের দাবিও জানান।
উপকূলীয় শহর সিজারিয়াতে বিক্ষোভকারীরা নেতানিয়াহুর ব্যক্তিগত বাসভবনের এক পাশে বিক্ষোভ করে। এ সময় বৃষ্টি শুরু হলেও তারা সমাবেশ চালিয়ে যায়। এ সময় তারা নেতানিয়াহু অপরাধী বলে উল্লেখ করে অপসারণের স্লোগান দেন।
তেল আবিবের হাবিমা স্কোয়ারেও জড়ো হয়েছিলেন বিক্ষোভকারীরা। তিন সপ্তাহ ধরে দেশজুড়ে চলছে জিম্মি মুক্তির বিক্ষোভ।
এদিকে, স্থল আক্রমণ বিস্তৃত করার পরিকল্পনা অনুসারে পূর্ব রাফায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে নিহতের সংখ্যা বেড়ে ২৪ জনে দাঁড়িয়েছে। গতকাল পর্যন্ত গাজায় নিহত বেড়ে দাঁড়িয়েছে ২৭ হাজার ৩৬৫ জনে। আহত হয়েছেন আরও ৬৬ হাজারের বেশি মানুষ।
এদিকে জাতিসংঘের ফিলিস্তিন শরণার্থীদের জন্য সংস্থা জানিয়েছে, গাজায় স্বচ্ছ পানি ও স্যানিটেশনের চরম সংকট দেখা দিয়েছে। রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে এক্সে প্রকাশিত একটি ছবিতে দেখা যায়, সরবরাহ করা পানির ট্যাঙ্কির পাইপ থেকে ছোট ছোট ছিদ্র দিয়ে বের হওয়া পানি সংগ্রহ করছেন শরণার্থী ক্যাম্পে আশ্রয় নেওয়া বাসিন্দারা।
- বিষয় :
- ইসরায়েল
- গাজা
- বেঞ্জামিন নেতানিয়াহু