তাইওয়ানের কোস্টগার্ডের তাড়া খেয়ে ২ চীনা জেলের মৃত্যু, বাড়ল উত্তেজনা

তাইওয়ানের কোস্টগার্ডরা ডুবে যাওয়া জেলেদের জাহাজটি পরিদর্শন করছেন (খবর-বিবিসি)
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৪ | ১২:২৬
তাইওয়ানের উত্তরের এলাকা কিনমেন দ্বীপপুঞ্জের কাছে দেশটির কোস্টগার্ডের তাড়া খেয়ে দুই চীনা জেলে ডুবে মারা গেছে। বুধবার মাছ ধরার নৌকাটি তাইওয়ানের জলসীমায় অনুপ্রবেশ করে। নৌকায় থাকা চার জেলে জলসীমা ভেদ করলে কর্তৃপক্ষ তাদের ধাওয়া দেয়। এতে নৌকাটি ডুবে যায়। চীন এই ঘটনার কঠোর নিন্দা করে জানিয়েছে- এটি তাইওয়ান প্রণালীর উভয় পাশের দেশবাসীদের অনুভূতিতে গুরুতর আঘাত। খবর-বিবিসি
এ ঘটনাটি উভয় দেশের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনাকে আরও বাড়িয়ে দিলো। তাইওয়ানে গত জানুয়ারিতে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছে। তবে বেইজিং তাকে ‘বিচ্ছিন্নতাবাদী’ হিসেবে বিবেচনা করেছে।
কিনমেন দ্বীপপুঞ্জের অবস্থান চীনের দক্ষিণ-পূর্ব উপকূল থেকে মাত্র ৩ কিলোমিটার দূরে। চীন ও তাইওয়ানের উত্তেজনাকর স্থানগুলোর মধ্যে এটি অন্যতম। চীন স্বশাসিত তাইওয়ানকে একটি বিচ্ছিন্ন প্রদেশ হিসেবে দেখে এবং বিশ্বাস করে তাইওয়ান শেষ পর্যন্ত তাদের দেশের অংশ হবে।
সাম্প্রতিক বছরগুলোতে কিনমেনের বাসিন্দারা আশেপাশের অঞ্চলে চীনা ড্রেজিং জাহাজের উপস্থিতি দেখছেন বলে জানিয়েছেন। এই দ্বীপে জনসংখ্যা প্রায় ১ লাখ ৮০ হাজার যা তাইওয়ানের প্রধান দ্বীপ থেকে ১৮৭ কিলোমিটার দূরে। কোস্টগার্ড জানিয়েছে, চীনা নৌকায় থাকা চারজনের মধ্যে দুজনকে হাসপাতালে মৃত ঘোষণা করা হয়েছিল। অন্য দু’জনের অবস্থা স্থিতিশীল। ঘটনাটির তদন্তের জন্য তাদের কিনমেনে আনা হয়েছে।
চীনের তাইওয়ান বিষয়ক কার্যালয় তাইওয়ানের কর্তৃপক্ষকে ঘটনার তদন্ত এবং নিহতদের পরিবারকে সহায়তা দেওয়ার আহ্বান জানিয়েছে। কার্যালয়ের মুখপাত্র ঝু ফেংলিয়ান তাইওয়ানের ক্ষমতাসীন ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টির বিরুদ্ধে চীনা মাছ ধরার জাহাজ জোরপূর্বক জব্দ করার জন্য বিভিন্ন অজুহাতের অভিযোগ এনেছেন। এছাড়া চীনা জেলেদের বিরুদ্ধে হিংসাত্মক ও বিপজ্জনক পদ্ধতি ব্যবহারের অভিযোগ এনেছেন তিনি। তিনি বলেন, বেইজিং বিশ্বাস করে, তাইওয়ান প্রণালীর উভয় পাশের মানুষ ‘একটি পরিবারের’ অংশ। উভয় পক্ষের জেলেদের স্বাভাবিক কাজকর্ম সহজ করার জন্য এমন মনোভাব দরকার।