ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

পাকিস্তানে তুষারপাত-বৃষ্টিতে ২২ শিশুসহ নিহত ৩৫

পাকিস্তানে তুষারপাত-বৃষ্টিতে ২২ শিশুসহ নিহত ৩৫

পাকিস্তানের উত্তর ও পশ্চিমাঞ্চলের কিছু অংশে রাস্তাঘাট বন্ধ হয়ে গেছে। ছবি: বিবিসি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ মার্চ ২০২৪ | ১৭:৩৩

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তান প্রদেশে তুষারপাত ও ভারী বৃষ্টিতে ২২ শিশুসহ অন্তত ৩৫ জন মারা গেছেন। এতে আহত হয়েছেন আরও অনেকে। হতাহতদের অধিকাংশই ভারী বর্ষণ ও তুষারপাতের কারণে সৃষ্ট ভূমিধসে বাড়ি-ঘরের নিচে চাপা পড়েছেন বলে জানিয়েছে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। খবর বিবিসির।

প্রবল বর্ষণে পাকিস্তানের উত্তর ও পশ্চিমাঞ্চলে রাস্তাঘাট বন্ধ হয়ে গেছে এবং শত শত ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিশেষজ্ঞরা তুষারপাত দেখে অবাক হয়েছেন। কারণ মার্চ মাসে পাকিস্তান সাধারণত আর্দ্র থাকে।

পাকিস্তানের আবহাওয়া অধিদপ্তরের সাবেক পরিচালক মুশতাক আলী শাহ এই অস্বাভাবিক পরিস্থিতির জন্য জলবায়ু পরিবর্তনকে দায়ী করেছেন। তিনি বলেন, কয়েক মুহূর্তের জন্য হালকা শিলাবৃষ্টি হলে তা অবাক হওয়ার মতো কিছু নয়, কিন্তু ৩০ মিনিটেরও বেশি সময় ধরে তা অব্যাহত থাকাটা অস্বাভাবিক।

খাইবার পাখতুনখোয়া প্রদেশের কির্ক জেলার বাসিন্দা হাজিত শাহ জানান, আমি এর আগে একবারই এমন তুষারপাত দেখে ছিলাম। আমার যতদূর মনে পড়ে, প্রায় ২৫-৩০ বছর আগে কয়েক মিনিটের জন্য হালকা তুষারপাত হয়েছিল।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ভারী বৃষ্টিপাতের ফলে খাইবার পাখতুনখোয়া ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে অন্তত ১৫০টি বাড়ি পুরোপুরি ধ্বংস হয়েছে ও ৫০০ ঘরবাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া বেশ কয়েকদিন ধরে কয়েকটি জেলায় বিদ্যুৎ পুরোপুরি বিচ্ছিন্ন রয়েছে।

খাইবার পাখতুনখোয়ার প্রাদেশিক সরকার ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ সামগ্রী সরবরাহ করেছে এবং আহত ও নিহতদের পরিবারকে আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছে।

আরও পড়ুন

×