ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

চীনের সঙ্গে মালদ্বীপের প্রতিরক্ষা চুক্তি সই

চীনের সঙ্গে মালদ্বীপের প্রতিরক্ষা চুক্তি সই

মালদ্বীপের প্রেসিডেন্ট মোহামেদ মুইজ্জু ও চীনের প্রেসিডেন্ট সি চিন পিং। ছবি: সংগৃহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৫ মার্চ ২০২৪ | ২০:৩৯

চীনের সঙ্গে ‘সামরিক সহায়তা’ চুক্তি করেছে মালদ্বীপ। দেশটি থেকে ভারতীয় সেনাদের চলে যাওয়ার নির্দেশ দেওয়ার পর চীনের সঙ্গে এ চুক্তি সই করল মালে। মঙ্গলবার কর্মকর্তারা এ তথ্য জানান। খবর আলজাজিরার।

মালদ্বীপের চীনপন্থি বলে পরিচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু সম্প্রতি তাঁর দেশ থেকে ভারতীয় সেনাদের চলে যাওয়ার নির্দেশ দেন। সে অনুযায়ী আগামী ১০ মের মধ্যে ৮৯ জনের মতো ভারতীয় সেনার দেশটি ত্যাগ করার কথা রয়েছে। ভারতবিরোধী অবস্থান গ্রহণ করে গত বছর মালদ্বীপে ক্ষমতায় আসেন মোহাম্মদ মুইজ্জু।

মালদ্বীপের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, সোমবার বেইজিংয়ের সঙ্গে তারা সামরিক সহায়তা বিষয়ে চুক্তি সই করেছে। এ চুক্তির সঙ্গে অর্থ পরিশোধ বা চার্জের মতো বিষয় সম্পৃক্ত নেই। এ নিয়ে বিস্তারিত আর কিছু জানায়নি মন্ত্রণালয়। 

রাজধানী মালের উত্তরে সোমবার এক জনসমাবেশে ভাষণ দেওয়ার সময় প্রেসিডেন্ট মুইজ্জু জোর দিয়ে বলেন, মালদ্বীপের মাটিতে ১০ মের পর আর কোনো ভারতীয় সেনা থাকতে পারবেন না। 
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, দুই দেশের মধ্যে ‘শক্তিশালী দ্বিপক্ষীয় সম্পর্ক’ আরও জোরদার করার লক্ষ্যে এ চুক্তি সই করা হয়েছে।


 

আরও পড়ুন

×