ভারতে ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপিত

.
কলকাতা প্রতিনিধি
প্রকাশ: ০৭ মার্চ ২০২৪ | ১৬:৫৬ | আপডেট: ০৭ মার্চ ২০২৪ | ১৭:০০
যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ভারতে উদযাপন হয়েছে ঐতিহাসিক ৭ই মার্চ। ভারতে দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাই কমিশন, কলকাতাস্থ উপ হাইকমিশন এবং আগরতলা ও গৌহাটিতে অবস্থিত অ্যাসিস্ট্যান্ট হাইকমিশনে একযোগে দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।
নয়া দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মো. মোস্তাফিজুর রহমান দূতাবাস প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন ও দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে নিয়ে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে দিনব্যাপী কর্মসূচির সূচনা করেন।
দিবসটি উপলক্ষে হাই কমিশনের বঙ্গবন্ধু হলে বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতেই রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী কর্তৃক প্রদত্ত বাণীসমূহ পাঠ করা হয়। এ সময় বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণের ওপর নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
হাই কমিশনার রহমান দিবসটি উপলক্ষে তাঁর বক্তব্যে বলেন, জাতির পিতার দ্ব্যর্থহীন কণ্ঠে উচ্চারিত এই ভাষণের শব্দমালাকে প্রতিটি বাঙালি তার অন্তরে ধারণ করে উদ্বুদ্ধ হয়ে ছিনিয়ে আনে স্বাধীনতা।
বঙ্গবন্ধুর এই ঐতিহাসিক ভাষণকে সার্বজনীন উল্লেখ করে হাই কমিশনার আরও বলেন, বিশ্বের মুক্তিকামী, নিপীড়িত ও বঞ্চিত প্রতিটি মানুষের জন্য এটি প্রেরণার চিরন্তন উৎস হয়ে থাকবে।
বঙ্গবন্ধুর পরিবারের শহিদ সদস্যবৃন্দ এবং বাঙালির স্বাধিকার আন্দোলনের সকল পর্যায়ে ঐতিহাসিক ভূমিকা পালনকারী শহিদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
বাংলাদেশ হাই কমিশনের কর্মকর্তা-কর্মচারী, প্রবাসী বাংলাদেশি এবং স্বাগতিক দেশের আমন্ত্রিত অতিথিবৃন্দ এ সকল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
কলকাতায় ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ প্রদানের ৫৩ বছরপূর্তি যথাযোগ্য মর্যাদায় পালন করেছে বাংলাদেশ উপ-হাইকমিশন, কলকাতা। সকালে উপ-হাইকমিশন প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। পতাকা উত্তোলন করেন কলকাতায় নিযুক্ত বাংলাদেশের মান্যবর উপ-হাইকমিশনার আন্দালিব ইলিয়াস।
এরপর উপ-হাইকমিশনার আন্দালিব ইলিয়াসের নেতৃত্বে উপ-হাইকমিশনের রাজনৈতিক, ক্রীড়া ও শিক্ষা, বাণিজ্য, কনস্যুলার এবং প্রেস উইংয়ের দায়িত্বপ্রাপ্ত সকল কর্মকর্তাগণকে নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
বিকেলে উপ-হাইকমিশনার আন্দালিব ইলিয়াসের সভাপতিত্বে উপ-হাইকমিশনের ‘বাংলাদেশ গ্যালারি’তে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শুভেচ্ছা বক্তব্যে প্রেস সচিব শ্রী রঞ্জন সেন বলেন, ‘৭ই মার্চের ভাষণ আমাদের চিরন্তন প্রেরণার উৎস। এটি একটি অনন্য রণকৌশলের দলিল। এই ভাষণে অনুপ্রাণিত হয়েই ১৯৭১ সালের ১৮ এপ্রিল কলকাতায় তৎকালীন পাকিস্তান উপ-হাইকমিশনের বাঙালি কর্মকর্তারা বিদ্রোহ করেছিলেন। মুক্তিযুদ্ধের পুরো সময়টি এই মিশন কাজ করেছিল বাংলাদেশ হাইকমিশন হিসেবে।’
- বিষয় :
- ৭ মার্চ
- ঐতিহাসিক ৭ মার্চ
- ভারত