মেক্সিকো সীমান্তে মার্কিন সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২

প্রতীকী ছবি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৯ মার্চ ২০২৪ | ১১:২৫ | আপডেট: ০৯ মার্চ ২০২৪ | ১২:০০
যুক্তরাষ্ট্রের একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে টেক্সাসে মেক্সিকোর সীমান্তের কাছে। হেলিকপ্টারের চার আরোহীর মাঝে দুইজন নিহত হয়েছেন। খবর- নিউ ইয়র্ক পোস্ট
টেক্সাসের রিও গ্রান্ডে নদীর কাছে লা গ্রুলা শহরে পতিত হয় হেলিকপ্টারটি। যুক্তরাষ্ট্রের বর্ডার প্যাট্রল সূত্র থেকে জানা যায়, মেক্সিকোর মাদক চক্রের সদস্যরা ড্রোনের মাধ্যমে এই হেলিকপ্টারের ওপর নজর রাখছিলো। এমনকি হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার একটি ভিডিও তারা পোস্ট করে সামাজিক যোগাযোগমাধ্যমে।
গত মাসে বেশকিছু মার্কিন হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। ২৩ ফেব্রুয়ারি মিসিসিপিতে প্রশিক্ষণ চলাকালীন একটি হেলিকপ্টার নিয়ন্ত্রণ হারিয়ে ভূপতিত হয়। এ ঘটনায় দুজন নিহত হয়। এর আগে ১২ ফেব্রুয়ারি দুটি অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ায় আহত হন দুই পাইলট। ৬ ফেব্রুয়ারি ঝড়ে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত হন পাঁচজন মার্কিন সেনা।