ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

চীনে রেস্টুরেন্ট বিস্ফোরণে নিহত ২, আহত ২৬

চীনে রেস্টুরেন্ট বিস্ফোরণে নিহত ২, আহত ২৬

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ মার্চ ২০২৪ | ১২:৫৭ | আপডেট: ১৩ মার্চ ২০২৪ | ১২:৫৯

গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে চীনের এক রেস্টুরেন্টে নিহত হয়েছেন দুইজন, আহত হয়েছেন ২৬ জন। বেইজিং এর নিকটে সানহে এলাকায় একটি চারতলা ভবনের রেস্টুরেন্টে এ বিস্ফোরণ ঘটে। খবর- সাউথ চায়না মর্নিং পোস্ট

এক সরকারি বিবৃতিতে বলা হয়, বুধবার (১৩ মার্চ) ইয়ানজিয়াও শহরের একটি ফ্রাইড চিকেন রেস্টুরেন্টে এই ঘটনা ঘটেছে। এদিকে রাষ্ট্রীয় সংবাদ প্রচারক সিসিটিভি জানিয়েছে, ঘটনাস্থল থেকে ২৮ জনকে উদ্ধার করা হয়। আহতদেরকে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। 

শহরটির ফায়ার ডিপার্টমেন্টের ৩৬টি ট্রাক এবং ১৫৪ জন কর্মীর প্রচেষ্টায় বিকেল নাগাদ আগুন নিয়ন্ত্রণে চলে আসে। তবে নিরাপত্তার জন্য আশেপাশের বাসিন্দাদের সরে যেতে বলা হয়। 

গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণটি ঘটেছে বলে নিশ্চিত করা হলেও এ ব্যাপারে আর কোনো তথ্য পাওয়া যায়নি। 

চীনের সামাজিক যোগাযোগমাধ্যম ওয়েইবোতে পোস্ট করা ভিডিওতে দেখা যায় বিশাল এক ধোঁয়ার কুন্ডলিতে ওই ভবনটি ঢেকে গেছে। ভবনটির আশেপাশে রাখা কিছু গাড়িও ক্ষতিগ্রস্ত হয় এ বিস্ফোরণে। 
 

আরও পড়ুন

×