মস্কো পারমাণবিক যুদ্ধের জন্য প্রস্তুত, পুতিনের হুঁশিয়ারি

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি: বিবিসি
সমকাল ডেস্ক
প্রকাশ: ১৩ মার্চ ২০২৪ | ২৩:৩২ | আপডেট: ১৪ মার্চ ২০২৪ | ০৯:১০
পারমাণবিক যুদ্ধের বিষয়ে পশ্চিমাদের সতর্ক করে দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন, রাশিয়া পারমাণবিক যুদ্ধের জন্য প্রস্তুত। রাশিয়ায় নির্বাচনের মাত্র দু’দিন আগে যুক্তরাষ্ট্র ও পশ্চিমাদের উদ্দেশে এই হুংকার দিলেন তিনি।
আজ বুধবার এক প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়া সত্যিই পারমাণবিক যুদ্ধের জন্য প্রস্তুত কিনা– এমন প্রশ্নের জবাবে ৭১ বছর বয়সী পুতিন রশিয়া-১ টেলিভিশন এবং সংবাদ সংস্থা আরআইএকে বলেন, সামরিক-প্রযুক্তিগত দৃষ্টিকোণ থেকে আমরা অবশ্যই প্রস্তুত। একই সঙ্গে যুক্তরাষ্ট্র যদি ইউক্রেনে সেনা পাঠায়, তবে তা যুদ্ধের একটি উল্লেখযোগ্য বৃদ্ধি হিসেবে বিবেচিত হবে বলেও জানিয়েছেন তিনি। খবর এএফপি ও রয়টার্সের
তিনি বলেন, যুক্তরাষ্ট্র বুঝতে পেরেছে, যদি তারা রাশিয়ার ভূখণ্ডে বা ইউক্রেনে মার্কিন সেনা মোতায়েন করে, তবে রাশিয়া এই পদক্ষেপকে হস্তক্ষেপ হিসেবে বিবেচনা করবে।
পুতিন বলেন, যুক্তরাষ্ট্রে রাশিয়ান-আমেরিকান সম্পর্কের ক্ষেত্রে এবং কৌশলগত সংযমের ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে বিশেষজ্ঞ রয়েছে।
আগামী ১৫ থেকে ১৭ মার্চ রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। ছয় বছরের মেয়াদের জন্য ফের পুতিনই প্রেসিডেন্ট হবেন বলে প্রত্যাশা করা হচ্ছে। পুতিন অবশ্য বলেছেন, পারমাণবিক যুদ্ধের পরিস্থিতি ‘দ্রুত এগিয়ে আসছে’ না এবং তিনি ইউক্রেনে পারমাণবিক অস্ত্র ব্যবহারের প্রয়োজন দেখেন না।
এ ছাড়া তাঁর দেশ কোনো নির্বাচনে হস্তক্ষেপ করে না বলেও সাক্ষাৎকারে বলেছেন পুতিন। যুক্তরাষ্ট্রের জনগণ তাদের নেতা হিসেবে যাঁকে বেছে নেবেন, তাঁর সঙ্গেই কাজ করবে রাশিয়া– এমনটাই জানান তিনি।
রুশ প্রেসিডেন্টের দাবি, বর্তমান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট থাকাকালে শেষ বছরে বাইডেনের প্রতি সহানুভূতি দেখানোর কারণে আমার নিন্দা করেছিলেন। এক আলাপচারিতায় তিনি বলেছিলেন, আপনি কি চান ঝিমিয়ে থাকা জো জিতে যাক?
এদিকে ইউক্রেনে ৩০ কোটি ডলার মূল্যের একটি নতুন সামরিক সহায়তা প্যাকেজ পাঠাবে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার বাইডেনের প্রশাসন এ তথ্য জানিয়েছে। কংগ্রেসে রিপাবলিকান নেতারা ইউক্রেনের জন্য অতিরিক্ত তহবিল আটকে রাখায় কয়েক মাসের মধ্যে প্রথমবারের মতো এই ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে।
- বিষয় :
- রাশিয়া
- রাশিয়ার প্রেসিডেন্ট
- ভ্লাদিমির পুতিন