ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

ভারতের সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র

ভারতের সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র

ভারতে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত এরিক গারসেটি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ মার্চ ২০২৪ | ১৪:৪৭ | আপডেট: ১৭ মার্চ ২০২৪ | ১৪:৫৬

ভারতের সংশোধিত নাগরিকত্ব আইন বা সিএএ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন দেশটিতে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত এরিক গারসেটি। যুক্তরাষ্ট্র এই আইনটির প্রয়োগ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে বলে জানিয়েছেন তিনি। খবর- এনডিটিভি

শুক্রবার (১৫ মার্চ) ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে'র অনুষ্ঠান ইন্ডিয়া টুডে কনক্লেভের এক পর্যায়ে এ কথা বলেন গারসেটি। 

এ আইন প্রয়োগের ব্যাপারে তিনি বলেন, "যুক্তরাষ্ট্র নিজের আদর্শের বাইরে যাবে না।" 

আমেরিকাও অভিবাসীপূর্ণ একটি দেশ, এ মন্তব্য করেন গারসেটি। "ভারতের নিরাপত্তার প্রয়োজন, তা আমরা বুঝি। কিন্তু নিজ নিজ ধর্ম পালনের স্বাধীনতা এবং সমতার আদর্শ গণতন্ত্রের একটি স্তম্ভ।"

সিএএ আইন ছাড়াও ভারতের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন গারসেটি। 

ভারতের এক নাগরিকের বিরুদ্ধে আমেরিকার মাটিতে এক খালিস্তানি উগ্রবাদীকে হত্যা করার অভিযোগ রয়েছে। এ ঘটনাটি ভারত-যুক্তরাষ্ট্র সম্পর্কে কোনো ছেদ ফেলবে কিনা, সে প্রশ্নের জবাবে তিনি মন্তব্য করেন, এই দুই রাষ্ট্রের গভীর সম্পর্কের মাঝে প্রথম ধাক্কা এটা। তবে দুই দেশই তা সামলে নেওয়ার চেষ্টা করছে। 

"অতীতের যে কোনো সময়ের তুলনায় এ সম্পর্ক বর্তমানে শক্তিশালী। তবে আমরা আদর্শ থেকে সরে আসব না," গারসেটি বলেন। 

ওই অনুষ্ঠানে 'আ প্যাসিফিক কনভার্জেন্স অব ইন্টারেস্টস উইদ ইন্ডিয়া' নামক আলোচনায় ভারত, যুক্তরাষ্ট্র, জাপান ও অস্ট্রেলিয়ার জোট এবং তার কার্যক্রম সংক্রান্ত বিষয়গুলো উঠে আসে। ইন্দো-প্যাসিফিক অঞ্চলে শান্তি ও সমৃদ্ধির লক্ষ্যে তৈরি হয়েছিল এই জোট, যাকে 'দ্যা কোয়াড' বলে ডাকা হয়। অবশ্য চীন বিশ্বাস করে তার বিরুদ্ধতায় তৈরি হয়েছে এই জোট। 

"আমরা সবসময়েই বলে এসেছি, কোয়াড কোনো সামরিক জোট নয়। আমাদের মাঝে শক্তিশালী দ্বিপাক্ষিক সম্পর্ক রয়েছে। আমরা কৌশলগত, সামরিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক এবং শিক্ষাগত ক্ষেত্রে কাজ করি," গারসেটি বলেন। 

"শান্তিপূর্ণ, গণতান্ত্রিক, মুক্ত, সুষ্ঠু একটি ইন্দো-প্যাসিফিক অঞ্চল গড়ে তুলতে আমাদের সবার মিলিত আগ্রহের  প্রতিফলন ঘটে কোয়াডে," তিনি জানান। 
সব দিক দিয়েই এ চারটি দেশ একে অপরের সাহায্য করতে প্রস্তুত। তবে তার মতে, বেশিরগভাগ সময়ে এ জোটের চালকের আসনে থাকে ভারত। 

ভারতের সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে গারসেটি আরও বলেন, "অনেক সময়ে ছোট ছোট বিষয়ে মতভেদ সামনে চলে আসে। মনে হয় আমাদের মাঝে রয়েছে ভেদাভেদ। কিন্তু সত্যিটা হলো, আমরা গভীরভাবে একতাবদ্ধ।"

সংসদে পাস হওয়ার প্রায় সাড়ে চার বছর পর সংশোধিত নাগরিকত্ব আইন বা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট (সিএএ) গত সোমবার কার্যকরী হয়েছে। তারপরই দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন প্রতিক্রিয়া পাওয়া গেছে। কোথাও যেমন এই আইন কার্যকর হওয়ার সমর্থনে উদযাপনের আবহাওয়া দেখা গেছে, তেমনই দেখা গেছে বিরুদ্ধে প্রতিবাদ ও বিক্ষোভ। এই নিয়ে অব্যাহত রয়েছে রাজনৈতিক বাহাসও।

আরও পড়ুন

×