ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

কোরআনের ৪২ বিরল কপি দেখানো হচ্ছে রিয়াদে

কোরআনের ৪২ বিরল কপি দেখানো হচ্ছে রিয়াদে

ছবি: গালফ নিউজ

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ মার্চ ২০২৪ | ২০:৫৮

সৌদি আরবের রাজধানী রিয়াদের একটি এক্সিবিশনে দেখানো হচ্ছে পবিত্র কোরআনের ৪২টি বিরল কপি। রিয়াদের কিং আবদুল আজিজ পাবলিক লাইব্রেরি এই প্রদর্শনীর আয়োজন করেছে। ইসলামের ক্যালিগ্রাফি এবং অলঙ্করণের বৈচিত্র্য তুলে ধরতেই এই আয়োজন। খবর গালফ নিউজের

লাইব্রেরির সুপারভাইজার-জেনারেল আব্দুল রহমান প্রদর্শনীর উদ্বোধনীতে বলেছেন, তাদের কাছে কোরআনের বিরল কপি রয়েছে। যেগুলোর মধ্যে রয়েছে সোনা দিয়ে লেখা অক্ষরের কোরআন।

গত ৪০ বছর ধরে বাদশাহ আব্দুল আজিজ পাবলিক লাইব্রেরি ইসলামিক এবং আরব সংস্কৃতিগুলো সাধারণ মানুষের সামনে তুলে আনছে। যার মধ্যে রয়েছে বিরল ছবি, ক্ষুদ্র চিত্র এবং পুরোনো পাণ্ডুলিপি।

২০০৭ সালে হজের ওপর একটি ডকুমেন্টারি তৈরি করেছিল লাইব্রেরিটি। যা সারা বিশ্বে দেখানো হয়েছিল।

কোরআন ছাড়াও এই প্রদর্শনীতে এসে সাধারণ মানুষ আরবি কবিতা এবং অন্যান্য ক্যালিগ্রাফি দেখতে পারবেন।

আরও পড়ুন

×