ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

গার্ডেনরিচে ভেঙে পড়ল নির্মাণাধীন বহুতল ভবন, নিহত ৯

গার্ডেনরিচে ভেঙে পড়ল নির্মাণাধীন বহুতল ভবন, নিহত ৯

ছবি: সংগৃহীত

কলকাতা প্রতিনিধি

প্রকাশ: ১৮ মার্চ ২০২৪ | ১৫:২৮ | আপডেট: ১৮ মার্চ ২০২৪ | ২১:৫৮

কলকাতার গার্ডেনরিচে নির্মাণাধীন ভবন ভেঙে পড়ে নয়জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত আরও ১৫ জন। রোববার দিবাগত রাতে কলকাতার মুসলিম অধ্যুষিত গার্ডেনরিচ এলাকায় একটি নির্মাণাধীন বহুতল ভবন ভেঙে এক ঝুপড়ি উপর পড়লে এই হতাহতের ঘটনা ঘটে।

নিহতদের দুইজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- সামা বেগম (৪৭) এবং হাসিনা খাতুন (৫৫)। আহতদের মধ্যে ১০ জনকে স্থানীয় নার্সিংহোমে ভর্তি করা হয়েছে। বাকিদের চিকিৎসা চলছে এসএসকেএমের ট্রমা কেয়ারে।

উদ্ধারকারী দল জানিয়েছে, ধসে পড়া ভবনের নিচে এখনও ছয়জন আটকে আছেন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

এদিকে সোমবার সকাল ১০টার দিকে মাথায় ব্যান্ডেজ পরেই ঘটনাস্থল পরিদর্শন করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তিনি শোক প্রকাশ করে বলেন, ‘রমজান মাসে এমন একটা দুর্ঘটনা ঘটে যাওয়ায় আমরা সকলে অত্যন্ত মর্মাহত। অত্যন্ত ঘিঞ্জি এলাকা এটা এবং বেআইনি কাজের জন্য এই ঘটনা ঘটল। উদ্ধারকাজ দ্রুত হচ্ছে।’

এছাড়া নিহতদের পরিবারের হাতে ক্ষতিপূরণ হিসেবে ৫ লাখ রুপি এবং আহতদের ১ লাখ টাকা করে দেওয়ার ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

আরও পড়ুন

×