হংকংয়ে বিতর্কিত জাতীয় নিরাপত্তা বিল পাস

ছবি: রয়টার্স
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২০ মার্চ ২০২৪ | ২২:৩৯
হংকংয়ের আইনপ্রণেতারা মঙ্গলবার সর্বসম্মতিক্রমে নতুন একটি জাতীয় নিরাপত্তা বিল পাস করেছেন। অঞ্চলটির আইন পরিষদে উত্থাপনের দুই সপ্তাহের মধ্যে বিলটি পাস হলো। সমালোচকরা বলছেন, আইনটি চীনশাসিত হংকংয়ের স্বাধীনতাকে আরও হুমকিতে ফেলবে। খবর বিবিসির।
আর্টিকেল-২৩ নামে আইনটির আওতায় বিশ্বাসঘাতকতা, নাশকতা, রাষ্ট্রদ্রোহ, রাষ্ট্রের গোপন তথ্য চুরি, বহিরাগত হস্তক্ষেপ ও গুপ্তচরবৃত্তির মতো অপরাধের ক্ষেত্রে কয়েক বছর থেকে যাবজ্জীবন কারাদণ্ডের বিধান রাখা হয়েছে। হংকংয়ের নেতা জন লি বলেছেন, আগামী শনিবার থেকে আইনটি কার্যকর হবে। একে ‘ঐতিহাসিক মুহূর্ত’ বলে উল্লেখ করেছেন তিনি।
মঙ্গলবার জাতীয় নিরাপত্তা আইন পাসের ক্ষেত্রে হংকংয়ের কিছু আইনপ্রণেতা আরও নিষেধাজ্ঞার সম্মুখীন হওয়া ও সম্ভাব্য ‘ক্রেডিট রেটিং’ অবনমনের ঝুঁকি এড়িয়ে গেছেন। পরিষদের প্রধান অ্যান্ড্রু লিউং বলেন, দেশের নিরাপত্তার জন্য আমাদের আইনটি পাস করতে হবে। যা হওয়ার হবে, আমাদের কিছু আসে-যায় না। হংকংয়ের বেইজিংপন্থি আইন পরিষদের সদস্যরা গত ৮ মার্চ এ-সংক্রান্ত বিল উত্থাপন করেন। আইন পরিষদের ৮৯ সদস্যের সবাই বিলটি পাসের পক্ষে ভোট দিয়েছেন।