আসাম থেকে আইএস ভারতীয় শাখার প্রধানসহ গ্রেপ্তার ২

হারিস ফারুকি ও অনুরাগ সিং। ছবি: সমকাল
কলকাতা প্রতিনিধি
প্রকাশ: ২১ মার্চ ২০২৪ | ১১:২৫
ইসলামিক স্টেটের (আইএস) ভারতীয় শাখার প্রধান হারিস ফারুকি ওরফে হরিশ আজমল ফারুকি ও তার সহযোগী অনুরাগ সিং ওরফে রেহানকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বৃহস্পতিবার আসামের ধুবুরি সীমান্ত এলাকা থেকে পুলিশের বিশেষ বাহিনী তাদের গ্রেপ্তার করে।
ইসলামিক স্টেটে নিয়োগ, অবৈধভাবে টাকা তোলাসহ একাধিক কার্যকলাপের সঙ্গে জড়িত হারিস ফারুকি। সীমান্ত এলাকায় নাশকতামূলক কাজকর্ম চালানোর জন্য তাকে দীর্ঘদিন খুঁজছিল পুলিশ। দেশের নানা সন্ত্রাসমূলক কাজের সঙ্গে জড়িয়েছে এ দুজনের নাম। এনআইএ ছাড়াও দিল্লি ও লখনউ পুলিশের তালিকায় রয়েছে তাদের নাম।
সূত্রের খবর, বাংলাদেশ থেকে ভারতে ঢুকছিল ফারুকি। সেই খবর পান কেন্দ্রীয় গোয়েন্দারা। সতর্ক করা হয়েছিল অসম পুলিশকে। গোটা সীমান্ত এলাকাজুড়ে কড়া নজর রাখছিল আসাম পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)। বৃহস্পতিবার সকালে দেশে ঢোকার পর হাতেনাতে ধরা পড়ে আইএসের ভারতীয় শাখার প্রধান ফারুকি ও অনুরাগ। পুলিশ সূত্রের খবর, অনুরাগের স্ত্রী বাংলাদেশি নাগরিক।
আসাম পুলিশের প্রধান জনসংযোগ আধিকারিক প্রণব জ্যোতি গোস্বামী জানিয়েছেন, ফারুকি এবং তার সঙ্গীকে ধুবরির ধর্মশালা এলাকা থেকে এসটিএফ গ্রেপ্তার করেছে। তাদের গুয়াহাটিতে নিয়ে যাওয়া হয়েছে।