প্রতিদিন ৩৭ জন মা নিহত হচ্ছেন গাজায়

শিশুদের নিয়ে নুসেইরাত শরণার্থী শিবিরে যাচ্ছেন ফিলিস্তিনি নারীরা। ছবি- এএফপি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২২ মার্চ ২০২৪ | ১২:০৮ | আপডেট: ২২ মার্চ ২০২৪ | ১২:৪১
গাজায় ইসরায়েলি হামলা দৈনিক নিহত হচ্ছেন গড়ে ৩৭ জন মা। বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে ফিলিস্তিনের রেড ক্রিসেন্ট সোসাইটি। সংস্থাটি বলছে, সেখানে প্রতিদিন অনেক শিশুও নিহত হচ্ছে। খবর- জিনহুয়া
আরব দেশগুলোতে মা দিবস পালন হয় ২১ মার্চ। এ দিনই এমন হৃদয়বিদারক তথ্য জানিয়েছে রেড ক্রিসেন্ট।
রেড ক্রিসেন্ট জানায়, অক্টোবরে হামাসের হামলার পর থেকে বিপুল সংখ্যক নারীদের গ্রেপ্তার শুরু করে ইসরায়েল। এছাড়া নারী কয়েদিদের ওপরে সহিংসতাও বেড়ে গেছে উদ্বেগজনক হারে। এসব কয়েদিদের জিম্মি হিসেবে ব্যবহার করে তাদের স্বামী ও পুত্রদের ওপর চাপ দেওয়া হয়। নারী কয়েদিদের মাঝে সামাজিক আন্দোলনকর্মীও রয়েছেন।