মস্কোর হামলায় ইউক্রেনের সম্পর্ক নেই: জেলেনস্কির সহযোগী

ছবি-সংগৃহীত
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৩ মার্চ ২০২৪ | ০৭:০৪
রাশিয়ার মস্কোয় কনসার্ট হলে মুখোশ পরা বন্দুকধারীদের হামলায় নিজেদের কোনো সম্পৃক্ততা নেই বলে জানিয়েছে ইউক্রেন।
শুক্রবার হামলার পর টেলিগ্রাম পোস্টে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সহযোগী মিখাইলো পোদোলাক একথা বলেন। তিনি বলেন, একটি বিষয় স্পষ্ট করছি, মস্কোর এ ঘটনায় ইউক্রেনের কোনো সম্পৃক্ততা নেই। খবর বিবিসির।
স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় মস্কোর ক্রোকাস সিটি হলে এ হামলার ঘটনা ঘটে। এ সময় বন্দুকধারীরা কনসার্ট হলে ঢুকে স্বয়ংক্রিয় রাইফেল দিয়ে ভিড়ের মধ্যে এলোপাতাড়ি গুলি চালায়।
রুশ সংবাদমাধ্যমগুলোর খবর, হামলাকারীরা গুলি করার পাশাপাশি বিস্ফোরক ব্যবহার করেছে। এতে ক্রোকাস সিটি হলে আগুন ধরে যায়। ধসে পড়েছে হলের ছাদ। দেশটির কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থা জানিয়েছে, এ হামলায় অন্তত ৪০ জন নিহত হয়েছে। আহত হয়েছে শতাধিক মানুষ।