ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

ম্যাথু মিলারের মন্তব্য

কেজরিওয়ালসহ বিরোধী নেতাদের মামলায় নজর রাখছে যুক্তরাষ্ট্র

কেজরিওয়ালসহ বিরোধী নেতাদের মামলায় নজর রাখছে যুক্তরাষ্ট্র

মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথু মিলার। ফাইল ছবি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ মার্চ ২০২৪ | ২০:২৫

দিল্লির মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির (এএপি) প্রধান অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে দুর্নীতির মামলা ‘স্বচ্ছ’ আইনি প্রক্রিয়ার মাধ্যমে পরিচালনার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথু মিলার বুধবার এ কথা জানান। তিনি বলেন, ভারতের বিরোধী দলগুলোর বিরুদ্ধে নেওয়া সরকারের পদক্ষেপগুলো গভীরভাবে পর্যবেক্ষণ করছে যুক্তরাষ্ট্র।
 
মঙ্গলবার একই রকম মন্তব্যের পর দেশটির এক কূটনীতিককে তলব করে প্রতিবাদ জানায় ভারত। এটিকে বিচার বিভাগের ওপর ওয়াশিংটনের হস্তক্ষেপ বলেও দাবি করে দিল্লি। কিন্তু এর কয়েক ঘণ্টা পরই মিলার এই মন্তব্য করেন।

আবগারি দুর্নীতি মামলায় গত সপ্তাহে কেজরিওয়ালকে গ্রেপ্তার করা হয়। তাঁর গ্রেপ্তারের আগে ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস সংবাদ সম্মেলন করে বলেছিল, নির্বাচন সামনে রেখে কর বিভাগ তাদের ব্যাংক অ্যাকাউন্টগুলো জব্দ করেছে।

এদিকে, কেজরিওয়ালকে আরও চার দিন হেফাজতে নিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। ফলে আগামী ১ এপ্রিল পর্যন্ত তদন্ত সংস্থার হেফাজতে থাকতে হবে তাঁকে। গতকাল সাত দিনের সময় চাইলে আদালত চার দিন মঞ্জুর করেন।

আদালতে ইডি দাবি করে, গোয়া নির্বাচনে এএপি ঘুষের টাকা ব্যবহার করেছে, এর প্রমাণ রয়েছে। তবে কেজরিওয়াল আদালতে ইডিকে সম্বোধন করে বলেন, ইডির টার্গেট তাঁর দলকে ধ্বংস করা।

আরও পড়ুন

×